দিনাজপুরে আওয়ামী লীগ নেতা কাঞ্চন ঘোষ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক দু'টি মামলা দায়ের

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৭:৪২
দিনাজপুরে আওয়ামী লীগ নেতা কাঞ্চন ঘোষ। ফাইল ছবি

দিনাজপুর, ১৩ মে, ২০২৫ (বাসস): দিনাজপুরে আওয়ামী লীগ নেতা কাঞ্চন ঘোষ ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণীতে তথ্য গোপন করার অভিযোগে দুদক আইনে পৃথক দু'টি মামলা দায়ের করা হয়েছে। 

মামলা দু'টি দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে দায়ের করেছেন। মামলা দু'টি গ্রহণ করেন দুদক দিনাজপুর কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিচালক মো. নুর আলম।
সোমবার রাতে দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান জানান, দায়েরকৃত মামলার আসামি দু'জনের বিরুদ্ধে দীর্ঘ সময়ে দুদকের অনুসন্ধানে আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।  

বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন (৫০) দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বিগত সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছে। তারা তাদের অর্জিত অর্থের তথ্য দাখিলকৃত সম্পদ বিবরণীতে গোপন করে মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করেছেন। 

দুদকের অনুসন্ধানে প্রকাশ পেয়েছে, কাঞ্চন ঘোষের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ এক কোটি এক লাখ ১০ হাজার ৭৩ টাকা। তার দাখিলকৃত হিসাব বিবরণীতে ৯ লাখ ৬২ হাজার ২১৩ টাকা সম্পদ গোপন করে ৯১ লক্ষ ৪৭ হাজার ৮৬০ টাকা সম্পদ উপস্থাপন করা হয়েছে।

অপর দিকে তার স্ত্রী চন্দনা সাহা এক কোটি ২৪ লাখ ৪৬ হাজার ৩১৯ টাকা স্থাবর-অস্থাবর সম্পদের মালিক। তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৭ লাখ ৭১ হাজার ২৫০ টাকার সম্পদ গোপন করে হিসাব বিবরণী দাখিল করা হয়েছে।  

স্বামী-স্ত্রী দুজনের দাখিলকৃত সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে দুদক পৃথক দু'টি মামলা করেছে।

দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনকে মামলা দু'টির তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০