জয়পুরহাটে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট হওয়ায় ৯৫ কৃষককে ক্ষতিপূরণ 

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৮:০৯
জয়পুরহাটে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট হওয়ায় ৯৫ কৃষককে ক্ষতিপূরণ। ছবি: বাসস

জয়পুরহাট, ১৩ মে ২০২৫ (বাসস): জেলা সদরে ইটভাটার নির্গত গ্যাসে ৯১ বিঘা জমির বোরো ধানসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার ঘটনায় ৯৫ জন কৃষককে আজ ক্ষতিপূরণ প্রদান করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ৯৫ জন কৃষকদের মধ্যে মোট আটলাখ ৫১ হাজার ৮৭০ টাকা ক্ষতিপূরণ বিতরণ করা হয়।  

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, পুরানাপৈল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান আলী হিরো প্রমুখ উপস্থিত ছিলেন। 

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম জানান, ইটভাটা মালিকের সহযোগিতায় ৯৫ জন কৃষকের মধ্যে ক্ষতিপূরণ বাবদ অর্থ দেওয়া হয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা সদরের পুরানাপৈল এলাকার আরএনবি নামক ইটভাটার নির্গত গ্যাসে ৯৫ জন কৃষকের জমির ধান, কলা ও ভুট্টাসহ বিভিন্ন ফসল পুড়ে নষ্ট হয়ে যায়। এ ঘটনায় উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থ ফসলের মাঠ পরিদর্শন করে জমির পরিমান ও ফসলের প্রকৃতি অনুসারে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি : প্রতিবাদে মানববন্ধন
সরকার পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ তৈরির উদ্যোগ নিয়েছে : সৈয়দা রিজওয়ানা হাসান
শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা
বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে : আমীর খসরু 
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ 
স্ত্রীসহ সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব
জুলাই বিপ্লবে মাগুরায় শহীদ ও আহতদের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা মামলায় ১৩ বছর পর বিএনপি-জামায়াতের ৬৪ নেতা-কর্মী খালাস
১০