শাবিপ্রবিতে পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৮:০৯
মঙ্গলবার শাবিপ্রবি’তে ‘এনভাইরনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

সিলেট (শাবিপ্রবি), ১৩ মে, ২০২৫ (বাসস) : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জিওগ্রাফি এন্ড এনভারনমেন্ট বিভাগের উদ্যোগে “এনভাইরনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

উপাচার্য পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “আমরা যেখানে সেখানে সবকিছু একত্র করে পুড়িয়ে দিচ্ছি। এর ফলে এমন গ্যাস তৈরি হচ্ছে যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিতে হবে, কারণ এসব প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর। পুনরায় ব্যবহার করা যায় এমন পণ্যের ব্যবহারে উৎসাহিত করতে হবে।”

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের ড্রেনেজ সিস্টেম নিয়ে কাজ করছে এবং সকল উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০