রাঙ্গামাটিতে কৃষি বিষয়ক কর্মশালা

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৪:৫২
রাঙ্গামাটিতে কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৪ মে, ২০২৫ (বাসস) : জেলায় আজ পার্বত্য চট্টগ্রামের জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রকল্পের অগ্রাগামী কৃষকদের নিয়ে রাঙ্গামাটি অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাতসমূহের সম্প্রসারণ ও শস্যবিন্যাসে অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর জেলা উপকেন্দ্র ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় শহরের পর্যটন হলিডে কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. নাসিম হায়দার, জেলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. একরাম উদ্দিন, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান,  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, খাগড়াছড়ির উপ-পরিচালক মো. বাছিরুল আলম প্রমুখ।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনা খাগড়াছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম।

কর্মশালায় রাঙ্গামাটিতে বিনা উদ্ভাবিত জাতসমূহের সম্প্রসারণ ও শস্যবিন্যাসে অন্তর্ভুক্তকরণ বিষয়ে বিস্তারিত  আলোচনা করা হয় এবং সমস্যা চিহ্নিত করে তা সমাধানে নির্দেশনা প্রদান করা হয়।

কর্মশালায় তিন পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষকসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০