নেত্রকোনায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৫:২৩

নেত্রকোনা, ১৪ মে, ২০২৫ (বাসস) : জেলায় বজ্রপাতে রাব্বি মিয়া  (১৮)নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার ১১নং কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাটিয়া গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

মৃত রাব্বি মিয়া সাটিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

৩নং ওয়ার্ডের  ইউনিয়ন পরিষদের  সদস্য এবং নিহতের প্রতিবেশী  মো. আবু সিদ্দিক জানান, রাব্বি সকালে বাড়ির সামনের বিলে নিজ জমিতে বাদাম ক্ষেতে বাদাম তুলতে যায়। বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সে বাদাম ক্ষেত থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির কাছাকাছি আসলে বজ্রপাতে  সে আহত হয়। বৃষ্টির পর স্থানীয় লোকজন বাড়ির সামনে জমিতে তার দেহ পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় সিধলী বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লাশ নিজ বাড়িতে দাফনকাজের জন্যে প্রস্তুত করা হচ্ছে বলেও তিনি জানান।

সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে  বাসসকে জানান, বজ্রপাতে রাব্বি মিয়া নামে একজন মারা যাওয়ার তথ্য পেয়েছি। ইতিমধ্যে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং আমরা তাৎক্ষণিকভাবে বিশ হাজার টাকা সহায়তা করেছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০