নেত্রকোনায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৫:২৩

নেত্রকোনা, ১৪ মে, ২০২৫ (বাসস) : জেলায় বজ্রপাতে রাব্বি মিয়া  (১৮)নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার ১১নং কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাটিয়া গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

মৃত রাব্বি মিয়া সাটিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

৩নং ওয়ার্ডের  ইউনিয়ন পরিষদের  সদস্য এবং নিহতের প্রতিবেশী  মো. আবু সিদ্দিক জানান, রাব্বি সকালে বাড়ির সামনের বিলে নিজ জমিতে বাদাম ক্ষেতে বাদাম তুলতে যায়। বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সে বাদাম ক্ষেত থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির কাছাকাছি আসলে বজ্রপাতে  সে আহত হয়। বৃষ্টির পর স্থানীয় লোকজন বাড়ির সামনে জমিতে তার দেহ পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় সিধলী বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লাশ নিজ বাড়িতে দাফনকাজের জন্যে প্রস্তুত করা হচ্ছে বলেও তিনি জানান।

সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে  বাসসকে জানান, বজ্রপাতে রাব্বি মিয়া নামে একজন মারা যাওয়ার তথ্য পেয়েছি। ইতিমধ্যে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং আমরা তাৎক্ষণিকভাবে বিশ হাজার টাকা সহায়তা করেছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০