ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৫:৪৬
ছবি : বাসস

ঝিনাইদহ, ১৪ মে, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলার উল্যা-কোলা সড়কে ইঞ্জিনচালিত পিকআপের ধাক্কায় ফজলু খাঁ (৬০)  নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১ জন। 

আহতকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কালীগঞ্জ-উল্যা দীঘির পাড় মাদ্রাসার পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফজলু খাঁ উপজেলার নাটোপাড়া গ্রামের লোকমান খাঁর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ফজলু খাঁ মোটরসাইকেল করে কোলা বাজার থেকে উল্যা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্যা দীঘির পাড় মাদ্রাসার পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা  একটি পিকআপ তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফজলু খাঁ নিহত হন। কোলা বাজার পুলিশ ক্যাম্পের আইসি লিটন হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেয়ার জন্য নিহতের পরিবারের লোকজন আবেদন করেছে। সন্দেহজনকভাবে এলাকার লোকজন একটি ইঞ্জিনচালিত পিকআপটি আটকে রেখেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০