ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৫:৪৬
ছবি : বাসস

ঝিনাইদহ, ১৪ মে, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলার উল্যা-কোলা সড়কে ইঞ্জিনচালিত পিকআপের ধাক্কায় ফজলু খাঁ (৬০)  নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১ জন। 

আহতকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কালীগঞ্জ-উল্যা দীঘির পাড় মাদ্রাসার পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফজলু খাঁ উপজেলার নাটোপাড়া গ্রামের লোকমান খাঁর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ফজলু খাঁ মোটরসাইকেল করে কোলা বাজার থেকে উল্যা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্যা দীঘির পাড় মাদ্রাসার পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা  একটি পিকআপ তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফজলু খাঁ নিহত হন। কোলা বাজার পুলিশ ক্যাম্পের আইসি লিটন হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেয়ার জন্য নিহতের পরিবারের লোকজন আবেদন করেছে। সন্দেহজনকভাবে এলাকার লোকজন একটি ইঞ্জিনচালিত পিকআপটি আটকে রেখেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে: ড. মঈন খান
ইংল্যান্ডে ৬৯ বছরে শুষ্কতম বসন্ত, খরা নিয়ে শঙ্কা
গাজায় ‘দুর্ভিক্ষ’ এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জার্মানির চ্যান্সেলরের
নেত্রকোনায় সন্তান হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড 
শিল্পী থেকে প্রধানমন্ত্রী হওয়া এদি রামা চতুর্থ দফায় আলবেনিয়ার ক্ষমতায়
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডিবির অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের ছয়জন গ্রেফতার
বিচারপ্রার্থী জনগণের সেবাপ্রাপ্তি সহজীকরণে সারাদেশের আদালতে হেল্পলাইন চালুর নির্দেশ
আইপিএল’এ দিল্লি ক্যাপিটালসে খেলবেন মুস্তাফিজ
১০