সুনামগঞ্জে হামলা মামলায় আ.লীগ-যুবলীগের ৬ নেতার জামিন নামঞ্জুর

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৬:০৬
ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৪ মে, ২০২৫ (বাসস) : জেলায় গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলায় জেলা আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন, জেলা আওয়ামী লীগ নেতা শঙ্কর চন্দ্র দাস, অমল কর, ফজলুল হক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহমদ ভন্দকার, এহসানুল হক উজ্জ্বল ও উকিল আলী।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানাগেছে, গত ৪ আগস্ট জেলা শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে অধিকাংশ শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে জেলা দ্রুত বিচার আদালতে এ মামলা করেন।

এসময় বিচারক ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন এবং অসুস্থ থাকায় যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলুর জামিন মঞ্জুর করেন।

এ মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিক জামিনে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতি,অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাৎ রোধে বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
সিইসির কাছে ১০০ নারী আসনের দাবি নাসরীন আউয়ালের 
সৌদিতে সিরিয়ার নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা
আঞ্চলিক আকাশসীমা স্বাভাবিক হওয়ায় বিমান টরন্টো, লন্ডন, রোমের ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ
কুমিল্লায় সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে: ড. মঈন খান
ইংল্যান্ডে ৬৯ বছরে শুষ্কতম বসন্ত, খরা নিয়ে শঙ্কা
গাজায় ‘দুর্ভিক্ষ’ এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জার্মানির চ্যান্সেলরের
নেত্রকোনায় সন্তান হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড 
১০