সুনামগঞ্জে হামলা মামলায় আ.লীগ-যুবলীগের ৬ নেতার জামিন নামঞ্জুর

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৬:০৬
ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৪ মে, ২০২৫ (বাসস) : জেলায় গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলায় জেলা আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন, জেলা আওয়ামী লীগ নেতা শঙ্কর চন্দ্র দাস, অমল কর, ফজলুল হক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহমদ ভন্দকার, এহসানুল হক উজ্জ্বল ও উকিল আলী।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানাগেছে, গত ৪ আগস্ট জেলা শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে অধিকাংশ শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে জেলা দ্রুত বিচার আদালতে এ মামলা করেন।

এসময় বিচারক ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন এবং অসুস্থ থাকায় যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলুর জামিন মঞ্জুর করেন।

এ মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিক জামিনে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০