সুনামগঞ্জে হামলা মামলায় আ.লীগ-যুবলীগের ৬ নেতার জামিন নামঞ্জুর

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৬:০৬
ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৪ মে, ২০২৫ (বাসস) : জেলায় গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলায় জেলা আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন, জেলা আওয়ামী লীগ নেতা শঙ্কর চন্দ্র দাস, অমল কর, ফজলুল হক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহমদ ভন্দকার, এহসানুল হক উজ্জ্বল ও উকিল আলী।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানাগেছে, গত ৪ আগস্ট জেলা শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে অধিকাংশ শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে জেলা দ্রুত বিচার আদালতে এ মামলা করেন।

এসময় বিচারক ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন এবং অসুস্থ থাকায় যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলুর জামিন মঞ্জুর করেন।

এ মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিক জামিনে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
১০