রাজশাহীতে আগামীকাল থেকে আম সংগ্রহ শুরু

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৬:০৫ আপডেট: : ১৪ মে ২০২৫, ১৬:২৫

রাজশাহী, ১৪ মে, ২০২৫ (বাসস) : রাজশাহীতে আগামীকাল (১৫ মে) থেকে চলতি মৌসুমের আম গাছ থেকে সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন কৃষক ও ব্যবসায়ীরা। 

মৌসুমি এ ফলটি যাতে প্রাকৃতিকভাবে পরিপক্ব হয়, সেজন্য গত ৭ মে রাজশাহী জেলা প্রশাসক আম সংগ্রহ ও বিপণন সম্পর্কিত অংশীজনদের সঙ্গে এক সভায় ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেন।

ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে স্থানীয় গুটি আম গাছ থেকে সংগ্রহ করে বাজারজাত করা যাবে। ২০ মে থেকে রানিপছন্দ, গোপালভোগ ও লক্ষ্মণভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর অথবা  ক্ষীরশাপাতি আম সংগ্রহ করা যাবে।

এছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা, ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি আম সংগ্রহ করা যাবে।

সভায় জানানো হয়, এ বছর রাজশাহীর ১৮ হাজার ৫১৫ হেক্টর জমির বিভিন্ন আম বাগান থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাতকরণ ঠেকাতে প্রশাসন সতর্ক থাকবে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আম পরিবহণ ও বাজারজাতকরণ সফল করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমানের নির্দেশনায় জাবিতে ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন প্রোগ্রাম
প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে আবেগাপ্লুত বাথুয়াবাসী
ইথিওপিয়ায় গৃহযুদ্ধ চালানো টাইগ্রে দল নিষিদ্ধ
চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া রাজশাহীতে অবাধে বিক্রি হচ্ছে ওষুধ
কক্সবাজারে ৫ হাজার রোহিঙ্গার মাঝে চীনের পোশাক বিতরণ
দুর্নীতি,অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাৎ রোধে বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
সিইসির কাছে ১০০ নারী আসনের দাবি নাসরীন আউয়ালের 
সৌদিতে সিরিয়ার নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা
আঞ্চলিক আকাশসীমা স্বাভাবিক হওয়ায় বিমান টরন্টো, লন্ডন, রোমের ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ
১০