রাজশাহীতে আগামীকাল থেকে আম সংগ্রহ শুরু

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৬:০৫ আপডেট: : ১৪ মে ২০২৫, ১৬:২৫

রাজশাহী, ১৪ মে, ২০২৫ (বাসস) : রাজশাহীতে আগামীকাল (১৫ মে) থেকে চলতি মৌসুমের আম গাছ থেকে সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন কৃষক ও ব্যবসায়ীরা। 

মৌসুমি এ ফলটি যাতে প্রাকৃতিকভাবে পরিপক্ব হয়, সেজন্য গত ৭ মে রাজশাহী জেলা প্রশাসক আম সংগ্রহ ও বিপণন সম্পর্কিত অংশীজনদের সঙ্গে এক সভায় ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেন।

ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে স্থানীয় গুটি আম গাছ থেকে সংগ্রহ করে বাজারজাত করা যাবে। ২০ মে থেকে রানিপছন্দ, গোপালভোগ ও লক্ষ্মণভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর অথবা  ক্ষীরশাপাতি আম সংগ্রহ করা যাবে।

এছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা, ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি আম সংগ্রহ করা যাবে।

সভায় জানানো হয়, এ বছর রাজশাহীর ১৮ হাজার ৫১৫ হেক্টর জমির বিভিন্ন আম বাগান থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাতকরণ ঠেকাতে প্রশাসন সতর্ক থাকবে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আম পরিবহণ ও বাজারজাতকরণ সফল করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার নিন্দা জানালো সরকার
১০