বাগেরহাট, ১৪ মে ২০২৫ (বাসস) : জেলায় আজ ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উপলক্ষে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এ মুস্তাফিজুর রহমান প্রমুখ।
জেলার ৯ টি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব থেকে প্রতিনিধিরা এ মেলায় বিভিন্ন স্টলে তাদের উদ্ভাবন প্রদর্শন করছেন।
এ মেলায় অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড, জুনিয়র ও সিনিয়র গ্রুপের কুইজ প্রতিযোগিতা, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা।
আগামিকাল বৃহস্পতিবার পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে দু’দিনব্যাপী এ বিজ্ঞান মেলা শেষ হবে।