আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আইবিডিসিডব্লিউজি’তে ডিএমপি’র বোম্ব ডাটা সেন্টারের পূর্ণ সদস্যপদ লাভ

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২১:০২
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব সেন্টারকে আন্তর্জাতিক বোম্ব ডাটা সেন্টার ওয়ার্কিং গ্রুপের পূর্ণ সদস্যপদ দেয়া হয়। ছবি: ডিএমপি

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডাটা সেন্টার ২০২৫ সালের আন্তর্জাতিক বোম্ব ডাটা সেন্টার ওয়ার্কিং গ্রুপ (আইবিডিসিডব্লিউজি) বার্ষিক সম্মেলনে পূর্ণ সদস্যপদ লাভ করেছে।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত সম্মেলনে এ স্বীকৃতি প্রদান করা হয়। বাংলাদেশের পাশাপাশি কানাডা, জাপান এবং দুবাই এ বছর নতুন সদস্যপদ লাভ করে। বিশ্বের ৪৫ টি দেশের শতাধিক প্রতিনিধি এ সম্মেলনে যোগদান করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় এই মর্যাদাপূর্ণ অর্জনের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বব্যাপী আইইডি/বোমা শনাক্তকরণ, বিশ্লেষণ এবং বিস্ফোরক প্রতিরোধ কার্যক্রমে বিভিন্ন দেশের সঙ্গে কাজ করার সুযোগ পাবে। এটি দেশের নিরাপত্তা ও টেকনিক্যাল সক্ষমতার প্রতি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের আস্থা ও স্বীকৃতির প্রতিফলন।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ডিএমপি’র বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের দুই কর্মকর্তা—সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামান এবং উপ-পরিদর্শক মো. রফিক উদ্দিন।

তারা বিস্ফোরক হুমকির পরিস্থিতি, আধুনিক আইইডি ট্রেন্ড এবং  আইইডি শনাক্তকরণ, নিষ্ক্রিয়করণ ও পরবর্তী তদন্তে গৃহীত কৌশল নিয়ে আলোচনা করেন, যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়।

উল্লেখ্য, আইবিডিসিডব্লিউজি হলো একটি বৈশ্বিক সহযোগিতামূলক প্ল্যাটফর্ম, যা বিশ্বের বিভিন্ন দেশের বোম্ব ডাটা সেন্টার, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্য, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আধুনিক বোমা ও বিস্ফোরক হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ এখন এই আন্তর্জাতিক নেটওয়ার্কে সক্রিয় অবদান রাখতে পারবে এবং নীতিনির্ধারণে অংশ নিতে পারবে।

ডিএমপি’র বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ইতোমধ্যেই শতাধিক সফল বোমা নিষ্ক্রিয়করণ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিযানের মাধ্যমে দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করেছে। আন্তর্জাতিক প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই ইউনিট বিশ্বমানের একটি দক্ষ এবং পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে।

এই অর্জন শুধু একটি আন্তর্জাতিক স্বীকৃতি নয়, এটি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার কৌশলগত অগ্রগতি ও বৈশ্বিক নেতৃত্বের একটি প্রতীক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০