নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:০৪
প্রতীকী ছবি

নীলফামারী, ২১ মে, ২০২৫ (বাসস): জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর মো. সোলায়মান হুসাইন (৬৩) ও পুত্রবধূ শাবানা আক্তারের (২৯) মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন সোলায়মান হুসাইনের স্ত্রী ওয়াতুন নেছা (৫৫)। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার জেলা সদরের  চাপড়াসরমজানি ইউনিয়নের ইটাপীর গ্রামে ঘরের খুঁটি লাগানোর সময় এ ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে নিজ ঘরের বিদ্যুতের তার ছিঁড়ে সোলায়মান হুসাইন ও তার পুত্রবধূর গায়ে পড়ে। এতে দুইজনে বিদ্যুৎস্পৃষ্ট হন। সোলায়মানের স্ত্রী ওয়াতুন নেছা এসময় তাদের উদ্ধারে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলেই সোলায়মান ও তার পুত্রবধূ শাবানার মৃত্যু হয়।

চাপড়াসরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম শাহ জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ বলেন, ঘর মেরামতের সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ঠ হয়ে দুই জন ঘটনাস্থলেই মারা গেছেন। একজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে’।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুর রহিম জানান, আহত ওয়াতুন নেছার জ্ঞান ফিরেছে। তিনি এখন আশঙ্কামুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্ঘটনার শিকার বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে : বাংলাদেশ ব্যাংক গভর্নর
নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১০ দিন
পাকুন্দিয়ায় দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
ভ্রাম্যমাণ ট্রাকে সর্বসাধারণের কাছে টিসিবির পণ্য বিক্রয় শুরু বৃহস্পতিবার
কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
‘সুস্থ হয়ে উঠেছেন’ আসাঞ্জ, গাজা-শার্ট পরে কানসে প্রামাণ্যচিত্র প্রচার
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় সংযুক্ত আরব আমিরাতের
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা
আর্কটিক দূষণ নিয়ে আলোকপাত করবে মেরু ভালুকের বায়োপসি
১০