নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:০৪
প্রতীকী ছবি

নীলফামারী, ২১ মে, ২০২৫ (বাসস): জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর মো. সোলায়মান হুসাইন (৬৩) ও পুত্রবধূ শাবানা আক্তারের (২৯) মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন সোলায়মান হুসাইনের স্ত্রী ওয়াতুন নেছা (৫৫)। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার জেলা সদরের  চাপড়াসরমজানি ইউনিয়নের ইটাপীর গ্রামে ঘরের খুঁটি লাগানোর সময় এ ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে নিজ ঘরের বিদ্যুতের তার ছিঁড়ে সোলায়মান হুসাইন ও তার পুত্রবধূর গায়ে পড়ে। এতে দুইজনে বিদ্যুৎস্পৃষ্ট হন। সোলায়মানের স্ত্রী ওয়াতুন নেছা এসময় তাদের উদ্ধারে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলেই সোলায়মান ও তার পুত্রবধূ শাবানার মৃত্যু হয়।

চাপড়াসরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম শাহ জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ বলেন, ঘর মেরামতের সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ঠ হয়ে দুই জন ঘটনাস্থলেই মারা গেছেন। একজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে’।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুর রহিম জানান, আহত ওয়াতুন নেছার জ্ঞান ফিরেছে। তিনি এখন আশঙ্কামুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব সানোয়ার জাহান 
কক্সবাজার স্টেডিয়ামে হামলা-ভাংচুরের ঘটনায় এক হাজার জনের বিরুদ্ধে মামলা
বিইউপিতে 'ন্যাশনাল ল’ ফেস্ট সমাপ্ত
ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া উদ্বোধন
শ্রমিকদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ ‘নোটিশ অব অ্যাওয়ার্ড’ প্রদান শুরু করেছে বেপজা
সেতু কর্তৃপক্ষ এবং ওমেরা রিনিউয়েবল এনার্জির মধ্যে চুক্তি স্বাক্ষর  
পিরোজপুরে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু
বগুড়ার দুই ম্যাচ রাজশাহীতে স্থানান্তরিত
এনসিএল টি-টোয়েন্টিতে রাজশাহীকে হারিয়ে ঢাকা মেট্রোর শুভ সূচনা
১০