নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:০৪
প্রতীকী ছবি

নীলফামারী, ২১ মে, ২০২৫ (বাসস): জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর মো. সোলায়মান হুসাইন (৬৩) ও পুত্রবধূ শাবানা আক্তারের (২৯) মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন সোলায়মান হুসাইনের স্ত্রী ওয়াতুন নেছা (৫৫)। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার জেলা সদরের  চাপড়াসরমজানি ইউনিয়নের ইটাপীর গ্রামে ঘরের খুঁটি লাগানোর সময় এ ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে নিজ ঘরের বিদ্যুতের তার ছিঁড়ে সোলায়মান হুসাইন ও তার পুত্রবধূর গায়ে পড়ে। এতে দুইজনে বিদ্যুৎস্পৃষ্ট হন। সোলায়মানের স্ত্রী ওয়াতুন নেছা এসময় তাদের উদ্ধারে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলেই সোলায়মান ও তার পুত্রবধূ শাবানার মৃত্যু হয়।

চাপড়াসরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম শাহ জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ বলেন, ঘর মেরামতের সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ঠ হয়ে দুই জন ঘটনাস্থলেই মারা গেছেন। একজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে’।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুর রহিম জানান, আহত ওয়াতুন নেছার জ্ঞান ফিরেছে। তিনি এখন আশঙ্কামুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০