নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:০৪
প্রতীকী ছবি

নীলফামারী, ২১ মে, ২০২৫ (বাসস): জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর মো. সোলায়মান হুসাইন (৬৩) ও পুত্রবধূ শাবানা আক্তারের (২৯) মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন সোলায়মান হুসাইনের স্ত্রী ওয়াতুন নেছা (৫৫)। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার জেলা সদরের  চাপড়াসরমজানি ইউনিয়নের ইটাপীর গ্রামে ঘরের খুঁটি লাগানোর সময় এ ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে নিজ ঘরের বিদ্যুতের তার ছিঁড়ে সোলায়মান হুসাইন ও তার পুত্রবধূর গায়ে পড়ে। এতে দুইজনে বিদ্যুৎস্পৃষ্ট হন। সোলায়মানের স্ত্রী ওয়াতুন নেছা এসময় তাদের উদ্ধারে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলেই সোলায়মান ও তার পুত্রবধূ শাবানার মৃত্যু হয়।

চাপড়াসরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম শাহ জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ বলেন, ঘর মেরামতের সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ঠ হয়ে দুই জন ঘটনাস্থলেই মারা গেছেন। একজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে’।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুর রহিম জানান, আহত ওয়াতুন নেছার জ্ঞান ফিরেছে। তিনি এখন আশঙ্কামুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়িতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুরে ৩৩ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি স্থগিত
আরো ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির
কুয়াকাটা ও পায়রা বন্দরকে অর্থনৈতিকভাবে সক্রিয় করতে পদক্ষেপ নিবে বিএনপি : মোশাররফ
ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ভারতের ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ
মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে ‘সার্বভৌমত্বের’ প্রতি সম্মান জানানো উচিত : ম্যাঁখাে
ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, সমসাময়িক শত্রুর প্রতি সতর্কবার্তা
১০