কুমিল্লায় ৮৫,৬৬,০০০ টাকার ভারতীয় বাজি আটক

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:৪৩
ছবি : বাসস

কুমিল্লা, ২১ মে, ২০২৫ (বাসস) : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ৮৫ লাখ ৬৬ হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ আতশ বাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

আজ বুধবার কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি ও কটক বাজার পোস্টের বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। 

বুধবার দুপুরে পরিচালিত অভিযানে সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় চার কিলোমিটারের মধ্যে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ২৮ হাজার ৩৪৪টি ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার বাজি আটক করে। 

যার মূল্য ৮৫ লাখ ৬৬হাজার ৮৮০ টাকা।

১০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। 

এরই ধারাবাহিকতায় এ অভিযানে পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়। 

জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০