ডিসির স্বাক্ষর জাল : কক্সবাজারে ভুয়া সাংবাদিক আটক

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:৫৮
বুধবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে আটক করা হয়। ছবি : বাসস

কক্সবাজার, ২১ মে, ২০২৫ (বাসস) : জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করে খাসজমি বাগিয়ে নিতে গিয়ে কক্সবাজারে আটক হলেন এক ভূয়া সাংবাদিক।

আজ বুধবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক ওই ভূয়া সাংবাদিক লক্ষীপুরের রায়পুর এলাকার মনির আহমেদ'র ছেলে রেজাউল করিম সোহাগ। জিজ্ঞাসাবদ শেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

জানা যায়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নামের একটি সংগঠনের নাম দিয়ে কক্সবাজার শহরের পাশে ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া এলাকায় ভুমিহীন, দরিদ্র ও প্রতিবন্ধীদের পড়াশোনার নাম করে খাসজমি বরাদ্দের জন্য কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করে। আবেদন পত্রে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে স্বাক্ষর রয়েছে রেজাউল করিম সোহাগের। 

ওই আবেদনে খাসজমিতে ‘স্কুল নির্মাণের অনুমতি দেওয়া গেল’ লিখে নিচে কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনের স্বাক্ষর জুড়ে দেওয়া হয়। 

কাগজটি দেখে সন্দেহ হলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নেজাম উদ্দিন আবেদনপত্রটি যাচাই-বাছাই করে দেখার পর স্বাক্ষরটি জাল প্রমাণিত হয়। 

জেলা প্রশাসক জানান, একজন জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে তিনি বড় অপরাধ করেছেন। এ ধরনের অপরাধের পেছনে আরো কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।  

আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস খান বলেন, নিয়মিত মামলা রুজু করে আটক রেজাউল করিম সোহাগকে আদালতে সোপর্দ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সম্পর্কিত সভা
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার জন্য বিপজ্জনক শক্তির উত্থান হয়েছে : রিজভী
লালনের গান বিশ্বমঞ্চেও ছড়িয়েছেন ফরিদা পারভীন
বিডা’র ওএসএস প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের নতুন ৫ সেবা উদ্বোধন
হামাস নেতাদের হত্যা করা গাজা যুদ্ধের অবসানের পথ: নেতানিয়াহু
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৫
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু
চট্টগ্রামে বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ গ্রেফতার
নেত্রকোনায় ধনু নদে স্পিডবোট ডুবির ঘটনায় চার জনের মৃতদেহ উদ্ধার
১০