পররাষ্ট্র সচিব নিজেই তার দায়িত্ব থেকে সরে যেতে চান: তৌহিদ হোসেন

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ২১:২০
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস): অপসারণ নয়, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন নিজেই তার দায়িত্ব থেকে সরে যেতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা বলেছেন, তিনি (জসীম) বিভিন্ন কারণে এই দায়িত্ব ছেড়ে দিতে চান। তবে তিনি সরকারি চাকরিতে থাকছেন, তার দায়িত্ব পরিবর্তন হবে। অপসারণের কোনো বিষয় নেই।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী কয়েক দিনের মধ্যে তিনি (জসীম) তার বর্তমান পদ ছেড়ে দিতে পারেন। তার নিজের অনুরোধেই এ দায়িত্ব পরিবর্তন করা হচ্ছে।

নতুন পররাষ্ট্র সচিবের নিয়োগ সম্পর্কে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন বলেন, কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন।

গত এপ্রিল মাসে সরকার জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

পদমর্যাদার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি এখনও যোগদান করেননি। তিনি যখন দায়িত্ব কখন গ্রহণ করবেন, তখন সরকার সিদ্ধান্ত নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে অস্ত্র বহন শুরু করেছে ন্যাশনাল গার্ড সৈন্যরা
রংপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা
সংসদীয় সীমানা : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে ইসি
সুনামগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা
ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ৪২ 
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 
১০