পাকুন্দিয়ায় দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ২৩:৫১

কিশোরগঞ্জ, ২১ মে, ২০২৫ (বাসস): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুইটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসক ফৌজিয়া খান স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা যায়। উপজেলার দুই ইউনিয়ন হলো ১ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ ও ৮ নম্বর হোসেন্দী ইউনিয়ন পরিষদ।

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন পাকুন্দিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান ও হোসেন্দী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন পাকুন্দিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নূর-ই আলম।

অফিসে আদেশে জানা যায়, পাকুন্দিয়া উপজেলাধীন হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামলাজনিত কারণে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদটি অপসারণজনিত কারণে শূন্য রয়েছে উল্লেখ করে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার অবহিত করেন। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী এই দুই ইউনিয়ন পরিষদের কাজ পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও পল্লী উন্নয়ন কর্মকর্তাকে নিয়োগ প্রদান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মমতাজ বেগম। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুরে ৩৩ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি স্থগিত
আরো ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির
কুয়াকাটা ও পায়রা বন্দরকে অর্থনৈতিকভাবে সক্রিয় করতে পদক্ষেপ নিবে বিএনপি : মোশাররফ
ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ভারতের ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ
মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে ‘সার্বভৌমত্বের’ প্রতি সম্মান জানানো উচিত : ম্যাঁখাে
ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, সমসাময়িক শত্রুর প্রতি সতর্কবার্তা
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৪ নেতা-কর্মী গ্রেফতার
১০