হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৪:৫০
মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ইজাজুল ইসলাম ও ময়নুল ইসলাম ইমন । ছবি : বাসস

হবিগঞ্জ, ২২ মে, ২০২৫ (বাসস) : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় মজলিশপুর এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকার বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলো, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২৬) এবং পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে ময়নুল করিম ইমন (২৪)।

পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে করে ইজাজুল ইসলাম ও ময়নুল করিম ইমন ওসমানীনগরের গোয়ালাবাজারে মোবাইল ফোন কিনতে যান। পরে সেখান থেকে দু’জন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

পথে ঢাকা-সিলেট মহাসড়কের মজলিশপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ড্রাম ট্রাক মোড় নেওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজাজুল ও ইমন নিহত হন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এডিবি সিওং-উক কিমকে প্রধান অংশীদারিত্ব কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেছে
চট্টগ্রাম বন্দরে কমলা ঘোষণায় আমদানি করা ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট জব্দ
নওগাঁয় আজ থেকে আম পাড়া শুরু 
সরকার স্বচ্ছতা ও সংস্কারের প্রতি অঙ্গীকারবদ্ধ : বিডা প্রধান
আদালতের রায়ে আইনের শাসনের বিজয় হয়েছে, আন্দোলন আপাতত স্থগিত : ইশরাক
নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ রেল কর্তৃপক্ষের
আওয়ামী লীগ নেতা রাহাত হোসেনকে গ্রেফতার করেছে ডিবি
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কাল শুরু
ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় : মাহফুজ আলম
শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিকে দুদকের চিঠি
১০