নেত্রকোনা, ২২মে, ২০২৫ (বাসস) : জেলায় ভ্রাম্যমান ট্রাকে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের মোক্তারপাড়া মাঠে এই পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
প্রথম দিন শহরের মোট পাঁচটি স্থানে ৫১৫ টাকায় ২ লিটার তেল, ১ কেজি চিনি ও ২ কেজি ডাল বিক্রি করা হয়।
আজ প্রতিটি স্থানে ৪শ করে মোট ২ হাজার ভোক্তার কাছে টিসিবি স্মার্ট কার্ড ছাড়াই শুধুমাত্র এনআইডির মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। যা ঈদ-উল-আযহা পর্যন্ত চলমান থাকবে,এছাড়াও জেলার সর্বমোট ১১টি পয়েন্টে পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ ট্রাকে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। যার আওতায় আসবে ৪ হাজার ৪শ ভোক্তা।
ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি জেলা দশটি উপজেলায় টিসিবি স্মার্ট কার্ডধারী ভোক্তাদের মাঝেও পণ্য বিক্রির কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় প্রশাসন।