পঞ্চগড় ও কুমিল্লা সীমান্তে ৩৪ জনকে পুশ-ইন করেছে ভারত

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৬:২৭
ছবি : বাসস

ঢাকা, ২২ মে, ২০২৫(বাসস): ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড় ও কুমিল্লা সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৩৪ জনকে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে (পুশইন) দিয়েছে। 

এদের মধ্যে পঞ্চগড় সীমান্ত দিয়ে ২১ জন এবং কুমিল্লা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন করা হয়। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এদেরকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিয়েছে।

পঞ্চগড় সংবাদদাতা জানিয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পঞ্চগড় সদর উপজেলার একটি সীমান্ত পয়েন্ট দিয়ে ভারত থেকে প্রবেশ করা নারী ও শিশুসহ আরও ২১ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সকালে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকার সীমান্ত পিলার ৭৫৭ এর ১০ নম্বর  সাব পিলার হতে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদেরকে আটক করে বিজিবির টহলদল। এই সীমান্ত এলাকাটি জয়ধরভাঙা বর্ডার আউট পোস্টের (বিওপি) আওতাধীন।

বিজিবি জানিয়েছে , বৃহস্পতিবার ভোর সোয়া ৪ টার দিকে তাদেরকে পুশইন করে ভারতের টিয়াপাড়া ক্যাম্পের বিএসএফ। আটক ২১ জনের মধ্যে দুইজন পুরুষ, ৬ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। তাদেরকে সদর থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ইতিমধ্যে আমাদের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা বিএসএফের কাছে জানতে চেয়েছি তারা কেন অবৈধ উপায়ে বাংলাদেশে তাদেরকে ঠেলে পাঠালো। 

এ বিষয়ে আমরা বিজিবির পক্ষ থেকে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করবো। এর আগে, গত ১৭ মে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকা থেকে ১১ জনকে আটক করে বিজিবি। তাদেরকেও পুশইন করে বিএসএফ।

কুমিল্লা সংবাদদাতা জানিয়েছে, ভারতীয় বিএসএফ বৃহস্পতিবার (২২ মে) ভোর ৪টায় কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে নারী শিশুসহ ১৩ জনকে সীমান্তের এপারে পুশ-ইন করেছে। কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৪টার দিকে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় বিএসএফ নারী-শিশুসহ ১৩ জনকে পুশ-ইন করে।

এ সময় ৬০ বিজিবি টহলদল তাদের আটক করে। এদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৩ জন এবং ৭জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশ-ইন করেছে। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ কোরিয়া নির্বাচন : এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির নেতৃত্ব কে দেবেন?
রাখাল রাহার বিরুদ্ধে করা মামলা খারিজ
খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ 
জনগণ সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব কাকে দেবে : ডা. এজেডএম জাহিদ হোসেন 
আশাশুনিতে খালে ডুবে এক বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামে বড় ভাইকে কুপিয়ে হত্যা ‘ইয়াবা আসক্ত’ ছোট ভাই ও তার স্ত্রীর 
উপকূলীয় এলাকায় লবণ পানির আগ্রাসন থেকে প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন
এডিবি সিওং-উক কিমকে প্রধান অংশীদারিত্ব কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেছে
চট্টগ্রাম বন্দরে কমলা ঘোষণায় আমদানি করা ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট জব্দ
নওগাঁয় আজ থেকে আম পাড়া শুরু 
১০