রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসিসহ ১৪৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৬:৩৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক  প্রো-ভিসি  অধ্যাপক আনন্দ কুমার সাহা। ছবি : সংগৃহীত

রাজশাহী, ২২ মে, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক  প্রো-ভিসি  অধ্যাপক আনন্দ কুমার সাহাসহ আওয়ামী লীগের ১৪৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় ইউনিটের সমন্বয়ক সিজান আহমেদ (৩২) বাদী হয়ে এ মামলা দায়েক করেন। এতে ১৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও  ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সাপুরা এলাকায় প্রায় ৭০০ জন লোক সরকারবিরোধী মিছিল বের করেন। আন্দোলনকারীরা খড়বোনা এলাকায় পৌঁছালে, প্রায় ৫০০ লোক তাদের ওপর আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল বিস্ফোরণ করে বর্বরোচিত হামলা চালায়। এতে বহু লোক আহত হন।

সিজান আহমেদ আরও বলেন, হামলাকারীরা প্রাণঘাতী অস্ত্র, চাইনিজ কুড়াল, জিআই পাইপ ও লাঠি ব্যবহার করে এবং বোমা ও  ককটেল নিক্ষেপ করে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশতাক আহমেদ বাসস’কে বলেন, তারা মামলাটি রেকর্ড ও তদন্তের কাজ শুরু করেছেন।

তিনি বলেন, আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুরে ৩৩ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি স্থগিত
আরো ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির
কুয়াকাটা ও পায়রা বন্দরকে অর্থনৈতিকভাবে সক্রিয় করতে পদক্ষেপ নিবে বিএনপি : মোশাররফ
ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ভারতের ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ
মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে ‘সার্বভৌমত্বের’ প্রতি সম্মান জানানো উচিত : ম্যাঁখাে
ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, সমসাময়িক শত্রুর প্রতি সতর্কবার্তা
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৪ নেতা-কর্মী গ্রেফতার
১০