রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসিসহ ১৪৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৬:৩৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক  প্রো-ভিসি  অধ্যাপক আনন্দ কুমার সাহা। ছবি : সংগৃহীত

রাজশাহী, ২২ মে, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক  প্রো-ভিসি  অধ্যাপক আনন্দ কুমার সাহাসহ আওয়ামী লীগের ১৪৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় ইউনিটের সমন্বয়ক সিজান আহমেদ (৩২) বাদী হয়ে এ মামলা দায়েক করেন। এতে ১৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও  ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সাপুরা এলাকায় প্রায় ৭০০ জন লোক সরকারবিরোধী মিছিল বের করেন। আন্দোলনকারীরা খড়বোনা এলাকায় পৌঁছালে, প্রায় ৫০০ লোক তাদের ওপর আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল বিস্ফোরণ করে বর্বরোচিত হামলা চালায়। এতে বহু লোক আহত হন।

সিজান আহমেদ আরও বলেন, হামলাকারীরা প্রাণঘাতী অস্ত্র, চাইনিজ কুড়াল, জিআই পাইপ ও লাঠি ব্যবহার করে এবং বোমা ও  ককটেল নিক্ষেপ করে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশতাক আহমেদ বাসস’কে বলেন, তারা মামলাটি রেকর্ড ও তদন্তের কাজ শুরু করেছেন।

তিনি বলেন, আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসে আশ্রয় গ্রহণকারীদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান
বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধিতে জেদ্দা চেম্বার প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করছে সরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
রংপুরে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী
মানবতাবিরোধী অপরাধ: গ্রেফতার করতে পারবেন তদন্তকারী কর্মকর্তা- প্রসিকিউটর
বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার ক্রয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
দেশীয় পশু দিয়েই বরিশালের কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব
রেলওয়েতে অগ্রিম টিকিট বিক্রি শুরু
পল্টনে ঝটিকা মিছিল: ছাত্রলীগ নেতা রিপন-নাঈমসহ ১০ জন কারাগারে
১০