রাজশাহী, ২২ মে, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহাসহ আওয়ামী লীগের ১৪৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় ইউনিটের সমন্বয়ক সিজান আহমেদ (৩২) বাদী হয়ে এ মামলা দায়েক করেন। এতে ১৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সাপুরা এলাকায় প্রায় ৭০০ জন লোক সরকারবিরোধী মিছিল বের করেন। আন্দোলনকারীরা খড়বোনা এলাকায় পৌঁছালে, প্রায় ৫০০ লোক তাদের ওপর আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল বিস্ফোরণ করে বর্বরোচিত হামলা চালায়। এতে বহু লোক আহত হন।
সিজান আহমেদ আরও বলেন, হামলাকারীরা প্রাণঘাতী অস্ত্র, চাইনিজ কুড়াল, জিআই পাইপ ও লাঠি ব্যবহার করে এবং বোমা ও ককটেল নিক্ষেপ করে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশতাক আহমেদ বাসস’কে বলেন, তারা মামলাটি রেকর্ড ও তদন্তের কাজ শুরু করেছেন।
তিনি বলেন, আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।