ফেনী, ২২ মে, ২০২৫ (বাসস) : ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুরে ডুবে আজ বৃহস্পতিবার দুপুরে সাইফুল ইসলাম রাজু নামের এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।
মৃত রাজু চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার বাসিন্দা।
ইনস্টিটিউটের নিরাপত্তা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সিভিল বিভাগের প্রথমবর্ষের ছাত্র সাইফুল ইসলাম রাজু সহ শিক্ষার্থীরা ইনস্টিটিউটের মাঠে খেলাধুলা শেষে পুকুরে নেমে গোসল করছিল। সবার অগোচরে রাজু পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজি শুরু করলে এক শিক্ষার্থীর পায়ের সাথে তার দেহের আঘাত লাগলে তাৎক্ষনিক রাজুকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।