ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ১৭ টি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৭:২৯
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত। ছবি : বাসস

টাঙ্গাইল, ২২ মে, ২০২৫ (বাসস) : ঈদ-উল আযহায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ঈদের আগের ও পরের তিন দিন ওভারলোড ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধসহ ১৭ টি পদক্ষেপ নিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সড়ক নিরাপত্তা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ২৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লে. কর্নেল নাসের উদ্দিন লিয়ন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রেজওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হোসেন, যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল ইসলাম ও টাঙ্গাইলে সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী প্রমুখ।

সড়ক নিরাপত্তার সভায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বক্তারা বলেন, ঈদে ঘরমুখো  মানুষের  যাত্রা নির্বিঘ্ন ও আরামদায়ক  করার লক্ষ্যে  ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মহাসড়কে ওভারলোড ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ রাখা, মহাসড়কে চুরি ডাকাতি ছিনতাই মলম পাটি, চাঁদাবাজি কর্মকাণ্ডে পুলিশের টহলের পাশাপাশি সেনাবাহিনী ও র‌্যাবের টহল বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও লক্কর ঝক্কর ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসে আশ্রয় গ্রহণকারীদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান
বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধিতে জেদ্দা চেম্বার প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করছে সরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
রংপুরে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী
মানবতাবিরোধী অপরাধ: গ্রেফতার করতে পারবেন তদন্তকারী কর্মকর্তা- প্রসিকিউটর
বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার ক্রয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
দেশীয় পশু দিয়েই বরিশালের কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব
রেলওয়েতে অগ্রিম টিকিট বিক্রি শুরু
পল্টনে ঝটিকা মিছিল: ছাত্রলীগ নেতা রিপন-নাঈমসহ ১০ জন কারাগারে
১০