সাতক্ষীরা, ২২ মে, ২০২৫ (বাসস) : জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের খাল থেকে রওশন আলী (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে তার বাড়ির পার্শ্ববর্তী একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, আজ ভোরে রওশন আলী তার হারানো একটি গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বেলা ১১টার দিকে তার বাড়ির পার্শ্ববর্তী একটি খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।
রওশন আলীর পরিবারের সদস্যরা জানান, তিনি এর আগে দুইবার স্ট্রোক করেন এবং শারীরিকভাবে খুব অসুস্থ ছিলেন। গরু খুঁজতে গিয়ে তিনি খালে পড়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।