আশাশুনিতে খালে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৯:১০
প্রতীকী ছবি

সাতক্ষীরা, ২২ মে, ২০২৫ (বাসস) : জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের খাল থেকে রওশন আলী (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে তার বাড়ির পার্শ্ববর্তী একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, আজ ভোরে রওশন আলী তার হারানো একটি গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বেলা ১১টার দিকে তার বাড়ির পার্শ্ববর্তী একটি খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

রওশন আলীর পরিবারের সদস্যরা জানান, তিনি এর আগে দুইবার স্ট্রোক করেন এবং শারীরিকভাবে খুব অসুস্থ ছিলেন। গরু খুঁজতে গিয়ে তিনি খালে পড়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত:ডিসিপ্লিন ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
১০