খাগড়াছড়ি, ২২ মে, ২০২৫ (বাসস) : খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের মাঝে চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।
আজ বৃহস্পতিবার দীঘিনালার মেরুং ইউনিয়নের ১ ওয়ার্ডের নয় মাইল নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সেনাবাহিনীর দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় সেনা জোনের চিকিৎসকরা বিভিন্ন রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। সেনাবাহিনীর এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।