নেত্রকোণার দেওয়ান বাজারে জমে উঠেছে গরু বেচাকেনা

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ২০:১৩
ছবি : বাসস

নেত্রকোণা, ২২ মে ২০২৫ (বাসস) : জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুরের দেওয়ান বাজার শত বছরের ঐতিহ্যবাহী গরুর বাজার। এটি হাওরাঞ্চলের সবচেয়ে বড় গরুর বাজার হিসেবে পরিচিত। ব্যাপারীরা এখান থেকে গরু কিনে ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে।

কোরবানির সময় দেশি গরুর ব্যাপক চাহিদা থাকায় জেলার সবকটি উপজেলা এমনকি জেলার বাইরে থেকে এসেও ক্রেতারা হাওর অঞ্চলের গরু সংগ্রহ করে। দামে কম ও মানে ভালো হওয়ায় প্রতি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতারা ভিড় করে এ বাজারে।

স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী নুরুল হক রনু জানান, এটি শত বছরের  পুরোনো একটি গরুর বাজার। এখানে  কোরবানির ঈদ মৌসুমে কোটি কোটি টাকার গরু বিক্রি করা হয়। দূর দূরান্ত থেকে পাইকাররা এসে এখান থেকে গরু কিনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে।

উপজেলার কদমশ্রী থেকে এই বাজারে গরু কিনতে আসা ক্রেতা আরমান বিন মুকুল বলেন, প্রতিবছরই ৫ থেকে ৬ টা গরু কিনি। আজ এখানে বেশ কম দামে গরু বিক্রি হচ্ছে। আজকে কয়েকটি কিনে  নেবো। এতোদিন মানুষের কাছে শুনতাম আজকে নিজে এসে এর প্রমাণ পেলাম। ক্রেতারা এখানে এসে বাজেট অনুযায়ী পছন্দের গরু  কিনে নিতে পারবেন।

স্থানীয় গরুর ব্যাপারী আজির উদ্দিন জানান, জেলার হাওরাঞ্চল বিশেষ করে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি,  কেন্দুয়ার হাওরের বিস্তৃত এলাকায় পালিত দেশীয় গরুর সবচেয়ে বড় বাজার এটি। আজকের বাজারে প্রচুর গরু উঠেছে এবং দাম অনেক কম। এখান থেকে গরু সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রি করবেন তিনি । 

জেলা প্রাণী সম্পদ  কর্মকর্তা ডা. মো. শহিদুল্লাহ জানান, এ বছর জেলায়  কোরবানির পশুর চাহিদা থেকে জোগান বেশি আছে। এ বছর জেলায় মোট ১ লাখ ৬ হাজার ১০০টি গবাদিপশুর চাহিদা রয়েছে এবং ১ লাখ ৩৪ হাজার  ৭৭ টি পশু কোরবানির জন্যে প্রস্তুত করা হয়েছে। যা চাহিদার তুলনায় ২৭ হাজার ৯ শত ৭৭ টি বেশি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুরে ৩৩ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি স্থগিত
আরো ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির
কুয়াকাটা ও পায়রা বন্দরকে অর্থনৈতিকভাবে সক্রিয় করতে পদক্ষেপ নিবে বিএনপি : মোশাররফ
ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ভারতের ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ
মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে ‘সার্বভৌমত্বের’ প্রতি সম্মান জানানো উচিত : ম্যাঁখাে
ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, সমসাময়িক শত্রুর প্রতি সতর্কবার্তা
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৪ নেতা-কর্মী গ্রেফতার
১০