লালমনিরহাট, ২২ মে, ২০২৫ (বাসস): জেলার কালীগঞ্জে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান ও মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলা এলএসডি গুদামে এ কার্যক্রমের উদ্ধোদন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. জাকিয়া সুলতানা। উপজেলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. এনামুল হক ও কাকিনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের বকশী এসময় উপস্থিত ছিলেন।
চলতি বোরো মৌসুমে কালীগঞ্জ উপজেলায় কৃষকের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ৯৮৮ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৯১৫ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।