বন্য হাতির আক্রমণ : শেরপুরে নিহত দুই পরিবার পেল আর্থিক সহায়তা

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ২০:৪৬
বৃহস্পতিবার শেরপুর প্রশাসনের পক্ষ থেকে বন্য হাতির আক্রমণে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ছবি: বাসস

শেরপুর, ২২ মে, ২০২৫ (বাসস) : জেলার ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত দুই পরিবার পেল ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা। 

আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, ইউপি সদস্য মানিক মিয়া ও গোলাপ মিয়া ।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল জানান, সরকারিভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে। এছাড়া এই দুই অসহায় পরিবারকে বনবিভাগের পক্ষ থেকেও আর্থিক সহায়তার পাশাপাশি সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ মে) রাতে বন্য হাতির আক্রমণে মারা যায় ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাসিন্দা আজিজুর রহমান আকাশ ও এফিলিস হাগিদক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান
রাঙ্গামাটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা 
সাতক্ষীরায় নতুন কুঁড়ি’র প্রচার বিষয়ক সভা
ভোলায় বিশ্বব্যাংকের সহায়তায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র
নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি নির্দেশনা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 
মানিকগঞ্জে ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার 
ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও মিত্রদের যৌথ সামরিক মহড়া শুরু 
গণতন্ত্র বাস্তবায়নের জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন : মঈন খান
অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে নগদ অর্থ পুরস্কার দেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০