ঢাকা (উত্তর), ২২ মে, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার উত্তরায় আজ ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ডিএমপি উত্তরা বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ডিএমপির যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন ডিএমপির অতিরিক্ত উপ- কমিশনার ফারজানা ইয়াছমিন, উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন বলেন, 'কিশোর গ্যাং কিংবা অপরাধে জড়ানোর কারণে শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। এজন্য শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হতে হবে এবং পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।
এ সভায় জানানো হয় , 'তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মানসিক ও নৈতিক বিকাশের জন্য শুধু পাঠ্যপুস্তক নয়, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও সামাজিক মূল্যবোধের চর্চা। কিশোর গ্যাং বা মাদকের মতো অপরাধ থেকে দূরে থাকতে হলে প্রথমে নিজেকে জানো, নিজের দায়িত্ব বুঝো। পরিবার, শিক্ষক ও বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করো।
উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইভানা তালুকদার বলেন, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনায় সহায়ক হবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দেশপ্রেম ও নৈতিকতা ভিত্তিক আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠুক।'
এ আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো ।