সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১১:৫১
ছবি : বাসস

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস) : আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতেপারে। এ ছাড়া, খুলনা, বরিশাল ও  চট্রগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং  রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের /বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আজ সকালে ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণপূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি.।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল : ৯০ শতাংশ।

এদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরো অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। আগামী ২৭ মে’র মধ্যে পশ্চিমমধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পাের।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুষ্টিয়ার কুমারখালিতে ৩৫ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন সিলেটে ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
চট্টগ্রামের হালদা নদীতে ৪৪৭ কেজি মাছের পোনা অবমুক্ত
টনিকে ফিরিয়ে এনে ইংল্যান্ড দল ঘোষণা
প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিয়েছে বিজিবি  
বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধারসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার
১৮ কোটি মানুষের গর্বের প্রতীক আপনি, প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনা : ফারুক
২০২৮ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনহা
গাজীপুরে মোঘর খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু
সাভার উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি গ্রেফতার  
পঞ্চম দফায় পরমাণু আলোচনায় বসেছে ইরান-যুক্তরাষ্ট্র
১০