খুলনায় 'তারুণ্যের অগ্রযাত্রা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ২১:১২
খুলনায় 'তারুণ্যের অগ্রযাত্রা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

খুলনা, ৩০ মে, ২০২৫ (বাসস) : খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে  আজ  সকালে ‘তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ম. জাভেদ ইকবাল।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নে তারুণ্য শক্তির গুরুত্ব অনেক। জুলাই এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান বাংলাদেশের সৃষ্টি। নতুন বাংলাদেশ তৈরিতে এই তরুণদের মেধাশক্তি কাজে লাগাতে হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, তরুণরা বাংলাদেশকে কেমন দেখতে চায়-এ লক্ষ্যে কাজ করার জন্য তরুণদের কাছেই পৌঁছাতে হবে। দেশের অগ্রযাত্রায় তরুণদের অধিক পরিমাণে সম্পৃক্ত করতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য কর্মকর্তা (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আলী সরকার।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা  মো. আতিকুর রহমান মুফতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ক্রমবর্ধমান ক্ষুধা সংকটে উদ্বিগ্ন জাতিসংঘ
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
নাটোরে নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু 
নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচনে যাবে এনসিপি : নাহিদ
মাদক পাচারের অভিযোগে মার্কিন হামলায় নিহত ৩
ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার নাগরিকদের ভিসায় বিধিনিষেধ আরোপ করল ইইউ
রাঙ্গামাটিতে অবৈধ কাঠ জব্দ করেছে বিজিবি
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু 
যেভাবে হ্যান্ডবল পৌঁছেছে অভিভাবকদের ডাইনিং টেবিলে
১০