ফরিদপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ২১:১৫
ফরিদপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ছবি: বাসস

ফরিদপুর, ৩০ মে, ২০২৫ (বাসস): শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।

আজ শুক্রবার বিকালে বিএনপির কাঠপট্টি দলীয় কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইসার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরীর রুবেল, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক টুলু, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন রাজীব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু। এ সময় অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না থাকলে এ দেশ কখনো স্বাধীন হত না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন এবং তার নেতৃত্বে স্বাধীনতাকামী জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনতা সংগ্রামে শহীদ জিয়ার অবদান অনস্বীকার্য।

তিনি ৭৫ পরবর্তী এদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ, বিচার প্রশাসনকে নিরপেক্ষ, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে এদেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন। তিনি এদেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম আন্দোলন চলমান  থাকবে।

বক্তারা আরো বলেন, গত ১৭ বছর ধরে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ বিএনপির নেতা কর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অসংখ্য দলীয় নেতা কর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে থেকেও আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। এদেশ ছেড়ে পালিয়ে যাইনি।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও জনগণের সরকার আজও প্রতিষ্ঠিত হয়নি। আর তাই অনতিবিলম্বে  জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নয়তো দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ, মাটি ও মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীরা সামনের দিকে এগিয়ে যাবে। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
১০