জিয়াউর রহমানকে কোনো একক দলের ভাবা উচিত নয় : সংস্কৃতি উপদেষ্টা

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ২৩:৩৮
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত এক স্মরণ সভায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বক্তব্য রাখেন। ছবি: বাসস

চট্টগ্রাম, ৩০ মে, ২০২৫ (বাসস) : সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শুধু কোন একক দলের ভাবা উচিত নয়, আশা করি বিএনপি সেই ভুল করবে না, যেটি আওয়ামী লীগ করেছে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওপর অনুষ্ঠান তাই শুধু বিএনপির লোকজন কথা বলবে এই রকম সংস্কৃতি থেকে বের হয়ে ভিন্ন দল ও মতের মানুষকে তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানতে দিতে হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সংস্কৃতি উপদেষ্টা এসব কথা বলেন। 

জিয়া স্মৃতি জাদুঘর-চট্টগ্রাম এই আলোচনা সভার আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। 

বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব সীমিত উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমাদের সরকারের মেয়াদ খুব সীমিত, তাই আমাদের পক্ষে খুব বেশি পরিবর্তন আনা সম্ভব নয়। আমরা সীমিত পরিসরে কিছুক্ষেত্রে পরিবর্তনের চেষ্টা করছি। তাই আমরা সংস্কৃতিকে পরিবর্তনের জন্য জিয়াউর রহমানের জীবনীর ওপর গুরুত্বারোপ করেছি। 

তিনি বলেন, আমরা নববর্ষে শুধু বাঙালি না চাকমা, মারমা, গারো, সাঁওতাল সবাইকে একসাথে নিয়ে পালন করার চেষ্টা করেছি। চাঁদরাতে ঈদ উৎসব পালন করেছি, যেটি দেশের ৫৪ বছরের ইতিহাসে হয়নি। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকাসহ আরও পাঁচ জেলায় সাংস্কৃতিক উৎসব পালন করা হয়েছে। এটি সামনের দিনেও বিদ্যমান থাকবে। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা সংকীর্ণতা থেকে বের হতে পারছি না যেটি ৭০-৮০’র দশকের রাজনীতিবিদরা অনুধাবন করেছিলেন। জিয়াউর রহমান যদি আর ৩-৪বছর বেঁচে থাকতেন তাহলে দেশে সাংস্কৃতিক অন্তর্ভুক্তিমূলক  হতো। 

স্বাগত বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ইতিহাস ঘাঁটলে দেখা যায়, যেখানে জিয়াউর রহমানের নাম জ্বল জ্বল করছে। উনি অনেক মিতব্যয়ী প্রকৃতির মানুষ ছিলেন। মৃত্যুর আগের দিন রাতে উনি এমন একটি টুথপেস্ট ব্যবহার করেছেন, যেটিতে টিপতে টিপতে একদম শেষ পর্যায়ে ছিল পেস্ট।

আলোচনায় অংশ নিয়ে অন্যান্য বক্তারা বলেন, আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের পাতায় অশ্রুসিক্ত দিন। উনি ৪৫বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তবে  উনার আদর্শ মানুষের ভেতরে বপন করে গেছেন। উনার আদর্শ আমাদের সামনে চলার পথ দেখায়। গত ১৬-১৭টি বছর ফ্যাসিস্ট রেজিম তাদের চৌদ্দ গোষ্ঠীকে মানুষের কাছে তুলে ধরেছে, সেক্ষেত্রে জিয়াউর রহমান এবং উনার পরিবারের কাউকে সামনে আনেননি। বিগত সরকার শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের চরিত্র হরণ করতেই ব্যস্ত ছিল।

আলোচনায় সভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, স্বাস্থ্য এর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. অং সুই প্রু মারমা, বিডি জবস.কম এর প্রধান নির্বাহী একেএম ফাহিম মাশরুর, রাজনীতিবিদ সরোয়ার তুষার, কবি ও চিন্তক রেজাউল করিম রনি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
১০