খাগড়াছড়িতে দা-বটির টুংটাং শব্দে মুখর কামারপাড়া 

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৫:২৯
ছবি : বাসস

জীতেন বড়ুয়া 

খাগড়াছড়ি, ৬ জুন, ২০২৫ (বাসস): পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জেলার কামারপাড়াগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দা-বঁটি তৈরির টুংটাং শব্দে মুখরিত পাহাড়ি এই জনপদের কামারপাড়াগুলো।

বিশেষত, খাগড়াছড়ি সদর, গুইমারা, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ির কামারপাড়ায় ব্যস্ত সময় পার করছেন কামারেরা। দিন-রাত পরিশ্রম করে তারা প্রস্তুত করছেন পশু কোরবানির কাজের অতিপ্রয়োজনীয় দা-বঁটি- ছুরি প্রভৃতি। 

দিঘীনালা বাজারের কামার ধনঞ্জয় কর্মকার জানান, স্থানীয় কামারপাড়াগুলোতে এখন ব্যস্ত সময় পাড় করছেন কামারেরা। ঈদুল আযহায় পশু কোরবানির প্রস্তুতির অংশ হিসেবে দা-বঁটি তৈরির টুংটাং শব্দে মুখরিত পাহাড়ি এ জনপদ। কোরবানির ঈদ সামনে রেখে দিনরাত কাজ করে যাচ্ছেন এখানকার কামারেরা।

তিনি জানান, লোহার দাম বাড়লেও থেমে নেই এই শিল্প। আধুনিক যন্ত্র না থাকলেও ঐতিহ্যবাহী পদ্ধতিতেই চলছে কাজ। চুল্লি, হাতুড়ি আর ঘূর্ণায়মান চাকাই এখনো তাদের প্রধান ভরসা।


ধনঞ্জয় কর্মকার আরও জানান, জেলার দীঘিনালা, গুইমারা, মহালছড়ি আর পানছড়ির কামার পরিবারগুলো বছরের এই সময়টাতে সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন। একজন কামার দিনে তৈরি করছেন তুলছেন ১৫ থেকে ২০টি দা কিংবা বটি এবং গরুর চামড়া ছাড়ানোর জন্য বিশেষ ছুরি। কোরবানির এসময় সকাল থেকে রাত পর্যন্ত তারা সবাই মনের আনন্দে কাজ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানিকগঞ্জে ইভটিজিং করায় পাঁচ যুবক গ্রেফতার
স্যাটেলাইট প্রযুক্তির ভবিষ্যৎ অত্যন্ত সম্ভবনাময় : চুয়েট ভিসি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬
মাগুরায় তিনটি মিষ্টির দোকানকে জরিমানা
গত বছরের তুলনায় এবার অর্ধেকেরও কম ইলিশ যাবে ভারতে : মৎস্য উপদেষ্টা
রাজধানীতে দালাল চক্রের ৪ সদস্যকে কারাদন্ড  দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত
ইটিআই’র ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন হাসানুজ্জামান
মোল্লাহাটে বালুবাহী ট্রলির চাপায় শিশুর মৃত্যু
কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ: ৮ শ্রমিক কারাগারে 
ডিজিটাল ব্যাংক স্থাপনে আবেদনের সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক
১০