খাগড়াছড়িতে দা-বটির টুংটাং শব্দে মুখর কামারপাড়া 

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৫:২৯
ছবি : বাসস

জীতেন বড়ুয়া 

খাগড়াছড়ি, ৬ জুন, ২০২৫ (বাসস): পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জেলার কামারপাড়াগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দা-বঁটি তৈরির টুংটাং শব্দে মুখরিত পাহাড়ি এই জনপদের কামারপাড়াগুলো।

বিশেষত, খাগড়াছড়ি সদর, গুইমারা, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ির কামারপাড়ায় ব্যস্ত সময় পার করছেন কামারেরা। দিন-রাত পরিশ্রম করে তারা প্রস্তুত করছেন পশু কোরবানির কাজের অতিপ্রয়োজনীয় দা-বঁটি- ছুরি প্রভৃতি। 

দিঘীনালা বাজারের কামার ধনঞ্জয় কর্মকার জানান, স্থানীয় কামারপাড়াগুলোতে এখন ব্যস্ত সময় পাড় করছেন কামারেরা। ঈদুল আযহায় পশু কোরবানির প্রস্তুতির অংশ হিসেবে দা-বঁটি তৈরির টুংটাং শব্দে মুখরিত পাহাড়ি এ জনপদ। কোরবানির ঈদ সামনে রেখে দিনরাত কাজ করে যাচ্ছেন এখানকার কামারেরা।

তিনি জানান, লোহার দাম বাড়লেও থেমে নেই এই শিল্প। আধুনিক যন্ত্র না থাকলেও ঐতিহ্যবাহী পদ্ধতিতেই চলছে কাজ। চুল্লি, হাতুড়ি আর ঘূর্ণায়মান চাকাই এখনো তাদের প্রধান ভরসা।


ধনঞ্জয় কর্মকার আরও জানান, জেলার দীঘিনালা, গুইমারা, মহালছড়ি আর পানছড়ির কামার পরিবারগুলো বছরের এই সময়টাতে সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন। একজন কামার দিনে তৈরি করছেন তুলছেন ১৫ থেকে ২০টি দা কিংবা বটি এবং গরুর চামড়া ছাড়ানোর জন্য বিশেষ ছুরি। কোরবানির এসময় সকাল থেকে রাত পর্যন্ত তারা সবাই মনের আনন্দে কাজ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বাধনসহ ৭ জন রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের নবীনবরণ
যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের
জুলাই আন্দোলনকারীদের সতর্ক থাকার পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের
যশোরে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, জরিমানা  
রেমিট্যান্স প্রবাহ: নভেম্বরের প্রথম ৪ দিনে এসেছে ৪৬১ মিলিয়ন ডলার
কাল বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল
লিভারপুলের কাছে পরাজিত রিয়াল, পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন
ডেঙ্গু আক্রান্ত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৯
ডলারের প্রলোভন দেখিয়ে প্রতারণা, বিদেশি ২ নাগরিক রিমান্ডে
১০