খাগড়াছড়িতে দা-বটির টুংটাং শব্দে মুখর কামারপাড়া 

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৫:২৯
ছবি : বাসস

জীতেন বড়ুয়া 

খাগড়াছড়ি, ৬ জুন, ২০২৫ (বাসস): পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জেলার কামারপাড়াগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দা-বঁটি তৈরির টুংটাং শব্দে মুখরিত পাহাড়ি এই জনপদের কামারপাড়াগুলো।

বিশেষত, খাগড়াছড়ি সদর, গুইমারা, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ির কামারপাড়ায় ব্যস্ত সময় পার করছেন কামারেরা। দিন-রাত পরিশ্রম করে তারা প্রস্তুত করছেন পশু কোরবানির কাজের অতিপ্রয়োজনীয় দা-বঁটি- ছুরি প্রভৃতি। 

দিঘীনালা বাজারের কামার ধনঞ্জয় কর্মকার জানান, স্থানীয় কামারপাড়াগুলোতে এখন ব্যস্ত সময় পাড় করছেন কামারেরা। ঈদুল আযহায় পশু কোরবানির প্রস্তুতির অংশ হিসেবে দা-বঁটি তৈরির টুংটাং শব্দে মুখরিত পাহাড়ি এ জনপদ। কোরবানির ঈদ সামনে রেখে দিনরাত কাজ করে যাচ্ছেন এখানকার কামারেরা।

তিনি জানান, লোহার দাম বাড়লেও থেমে নেই এই শিল্প। আধুনিক যন্ত্র না থাকলেও ঐতিহ্যবাহী পদ্ধতিতেই চলছে কাজ। চুল্লি, হাতুড়ি আর ঘূর্ণায়মান চাকাই এখনো তাদের প্রধান ভরসা।


ধনঞ্জয় কর্মকার আরও জানান, জেলার দীঘিনালা, গুইমারা, মহালছড়ি আর পানছড়ির কামার পরিবারগুলো বছরের এই সময়টাতে সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন। একজন কামার দিনে তৈরি করছেন তুলছেন ১৫ থেকে ২০টি দা কিংবা বটি এবং গরুর চামড়া ছাড়ানোর জন্য বিশেষ ছুরি। কোরবানির এসময় সকাল থেকে রাত পর্যন্ত তারা সবাই মনের আনন্দে কাজ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা অঞ্চলের শুনানিতে আসন বৃদ্ধির দাবি
শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি আবার আগামীকাল
কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
১০