ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানবাহনের চাপ, স্বস্তিতে ঈদে ঘুরমুখো যাত্রীরা

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৭:৪০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোথাও যানজট নেই, স্বস্তিতেই পাড়ি দিচ্ছেন মানুষ। ছবি: বাসস

কুমিল্লা, ৬ জুন, ২০২৫ (বাসস) : ঈদের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এরই মধ্যে রাজধানীসহ বিভিন্ন জেলা শহর থেকে লোকজন বাড়ি ফিরছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা মাঠে তৎপর। মানুষ যানজট মুক্ত ও স্বস্তিদায়কভাবে যাত্রীরা বাড়ি ফিরছেন।

প্রতিবছর এ সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১০৪ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে প্রচন্ড যানজট সৃষ্টি হতে দেখা গেলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও কুমিল্লা জেলার উপর দিয়ে বয়ে গেছে কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর এই তিনটি আঞ্চলিক মহাসড়ক। এছাড়াও রয়েছে বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। এ বছর ঈদকে সামনে রেখে আঞ্চলিক সড়ক গুলোতে মাঝে-মাঝে যানজট দেখা দিলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোথাও যানজট নেই, স্বস্তিতেই পাড়ি দিচ্ছেন মানুষ। সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে।

ঢাকা থেকে কুমিল্লায় আসা নগরীর রেইসকোস এলাকার বাসিন্দা কাশেদুল হক চৌধুরী জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় রওনা দিয়ে সাড়ে ৯টায় কুমিল্লা পৌছাই। সাধারণ দিনের তুলনায় এবারের ঈদ যাত্রায় সময় আরো কম লেগেছে। স্বস্তিতে বাড়ি ফিরেছি।

সাইফ উদ্দিন নামে আরেক যাত্রী জানান, ঢাকা থেকে কুমিল্লায় দু’ঘন্টায় চলে আসি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তিতে আসলেও কুমিল্লা থেকে দেবিদ্বার যেতে আঞ্চলিক সড়কগুলোতে অনেক জ্যাম রয়েছে।

যাত্রীবাহী বাস এশিয়া লাইনের চালক মো. হাসান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় একবারে যানজট মুক্ত সড়কে গাড়ি চালাচ্ছি। অন্যান্য বারের চেয়ে এবার অনেক বেশি স্বস্তিতে চালক ও যাত্রীরা।

কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানান, মহাসড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি প্রতিনিয়ত টহল দিচ্ছে সেনা বাহিনী, র‌্যাব ও জেলা পুলিশের সদস্যরা। ফলে সড়ক মহাসড়কগুলোতে এবার যুক্ত হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

কুমিল্লা রিজিওন এর অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম বলেন, হাইওয়ে পুলিশের তথ্য মতে দেশের ব্যস্ততম এই মহাসড়কের কুমিল্লা অংশে যানজট প্রবণ ১৭টি হটস্পট রয়েছে। চিহ্নিত সেসব স্থানে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। ১০৪ কিলোমিটার এলাকার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রায় এক হাজারের বেশি পুলিশ সদস্য নিয়োজিত আছে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিবিঘ্ন করতে কাজ করছে হাইওয়ে পুলিশ। ঈদকে কেন্দ্র করে মহসড়কে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করায় খুশি এসব মহাসড়কে চলাচলকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০