মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৭:৫২

মাদারীপুর, ৬ জুন, ২০২৫ (বাসস) : জেলার রাজৈর উপজেলায় আজ মোটরসাইকেল ও ব্যাটারি-চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাওন মোল্লা (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে টেকেরহাট-শাখারপাড় আঞ্চলিক সড়কে জেলার রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদীর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মোল্লা জেলার রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উমারখালী গ্রামের মামুন মোল্লার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট থেকে নিজ বাড়ি উমারখালী গ্রামের দিকে যাচ্ছিলেন শাওন। পথিমধ্যে শংকরদী গ্রামের শংকরদী ব্রিজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকটি ছিঁটকে সড়কের পাশে খালের মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থালেই মোটরসাইকেল চালক শাওন মোল্লা নিহত হন।

এ ঘটনায় ইজিবাইকের কয়েকজন যাত্রী আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানিকগঞ্জে ইভটিজিং করায় পাঁচ যুবক গ্রেফতার
স্যাটেলাইট প্রযুক্তির ভবিষ্যৎ অত্যন্ত সম্ভবনাময় : চুয়েট ভিসি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬
মাগুরায় তিনটি মিষ্টির দোকানকে জরিমানা
গত বছরের তুলনায় এবার অর্ধেকেরও কম ইলিশ যাবে ভারতে : মৎস্য উপদেষ্টা
রাজধানীতে দালাল চক্রের ৪ সদস্যকে কারাদন্ড  দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত
ইটিআই’র ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন হাসানুজ্জামান
মোল্লাহাটে বালুবাহী ট্রলির চাপায় শিশুর মৃত্যু
কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ: ৮ শ্রমিক কারাগারে 
ডিজিটাল ব্যাংক স্থাপনে আবেদনের সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক
১০