মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৭:৫২

মাদারীপুর, ৬ জুন, ২০২৫ (বাসস) : জেলার রাজৈর উপজেলায় আজ মোটরসাইকেল ও ব্যাটারি-চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাওন মোল্লা (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে টেকেরহাট-শাখারপাড় আঞ্চলিক সড়কে জেলার রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদীর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মোল্লা জেলার রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উমারখালী গ্রামের মামুন মোল্লার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট থেকে নিজ বাড়ি উমারখালী গ্রামের দিকে যাচ্ছিলেন শাওন। পথিমধ্যে শংকরদী গ্রামের শংকরদী ব্রিজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকটি ছিঁটকে সড়কের পাশে খালের মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থালেই মোটরসাইকেল চালক শাওন মোল্লা নিহত হন।

এ ঘটনায় ইজিবাইকের কয়েকজন যাত্রী আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের
জুলাই আন্দোলনকারীদের সতর্ক থাকার পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের
যশোরে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, জরিমানা  
রেমিট্যান্স প্রবাহ: নভেম্বরের প্রথম ৪ দিনে এসেছে ৪৬১ মিলিয়ন ডলার
লিভারপুলের কাছে পরাজিত রিয়াল, পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন
ডেঙ্গু আক্রান্ত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৯
ডলারের প্রলোভন দেখিয়ে প্রতারণা, বিদেশি ২ নাগরিক রিমান্ডে
বগুড়ায় ট্রাফিক সপ্তাহে র‌্যালি ও লিফলেট বিতরণ
এটলাস ইলেকট্রিক স্কুটার সবুজ ও টেকসই শহর গঠনের প্রতিশ্রুতি : শিল্প উপদেষ্টা
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণসহ যুবক আটক
১০