আগামী ৩দিন বঙ্গোপসাগরে কোন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নেই

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ২০:৫৮
ফাইল ছবি

ঢাকা, ৬ জুন, ২০২৫ (বাসস) : আগামী তিনদিন বঙ্গোপসাগরে কোন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী। এই সময়ে উপকূলীয় নদীসমূহে স্বাভাবিক জোয়ার থাকবে। 

অপরদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় রয়েছে। 

আজ (৬ জুন) ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌ-বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

দেশের পর্যবেক্ষণাধীন ১১৬টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬৫টি বৃদ্ধি পেয়েছে, কমেছে ৪৯টির,অপরিবর্তিত রয়েছে দু’টির এবং চারটি স্টেশনের পানি বিপদসীমার উপরে রয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

আগামী ২৪ ঘণ্টা চিলমারী, ফুলছড়ি, বাহাদুরাবাদ, সারিয়াকান্দি ও জগন্নাথগঞ্জ স্টেশনে নদ-নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

এদিকে, সিলেট ও মৌলভীবাজার জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাবে। আগামী ৭২ ঘণ্টা (তিনদিন) নদীসমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে। এ সময়ে সিলেট,সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। এসময় বন্যা পরিস্থিতি বিপদসীমার নিচে আসতে পারে।

আগামী পাঁচদিন পর্যন্ত ব্রক্ষ্মপুত্র নদের পানি সমতল কমতে পারে,অপরদিকে, যমুনা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। পরবর্তী চারদিন কমতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রক্ষ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে ও যমুনা নদীর পানি সমতল বাড়ছে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বাড়ছে যা আগামী পাঁচদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
১০