মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১৩:০৩
ছবি : সংগৃহীত

বাগেরহাট, ৮ জুন ২০২৫(বাসস): জেলার মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজিজুল চৌধুরী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের আরো অন্তত ৩০'জন।

মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে গতকাল শনিবার (৭ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত আজিজুল চৌধুরী সিংগাতি গ্রামের বাসিন্দা মোশারেফ চৌধুরীর পুত্র। আহতদের উদ্ধার করে মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।    

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাতি গ্রামের চৌধুরী বংশের কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের আঘাতে কাবুল চৌধুরীর ভাইপো আজিজুল চৌধুরী নিহত হন।

এ সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের আরো অন্তত ৩০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাদের মধ্যে প্রায় ৫০ বছর ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে তাদের মধ্যে সংঘর্ষে গতকাল সন্ধ্যায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে এনসিপির মতবিনিময় সভা
মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, জরিমানা
রাজশাহীতে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার
নির্বাচনী উৎসবে দেশ: ইসির শতভাগ প্রস্তুতি, নজর ভোটার আস্থায়
গাইবান্ধায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে
পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নেত্রকোণায় বিআরডিবি কর্মকর্তা নিহত
মহাকাশ অভিযানে সর্বকনিষ্ঠ নভোচারী ও  ইঁদুর পাঠাচ্ছে চীন
বাগেরহাটের বিভিন্ন উপজেলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যুক্তরাষ্ট্র ও চীনকে ‘অংশীদার ও বন্ধু’ হতে হবে: সি চিনপিং
১০