মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১৩:০৩
ছবি : সংগৃহীত

বাগেরহাট, ৮ জুন ২০২৫(বাসস): জেলার মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজিজুল চৌধুরী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের আরো অন্তত ৩০'জন।

মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে গতকাল শনিবার (৭ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত আজিজুল চৌধুরী সিংগাতি গ্রামের বাসিন্দা মোশারেফ চৌধুরীর পুত্র। আহতদের উদ্ধার করে মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।    

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাতি গ্রামের চৌধুরী বংশের কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের আঘাতে কাবুল চৌধুরীর ভাইপো আজিজুল চৌধুরী নিহত হন।

এ সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের আরো অন্তত ৩০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাদের মধ্যে প্রায় ৫০ বছর ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে তাদের মধ্যে সংঘর্ষে গতকাল সন্ধ্যায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকা ঘর পাচ্ছেন ফুটবলার সোনালী 
রাজধানীর উত্তরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ার দৌলতপুরে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নে বন্যার্ত মানুষের পাশে যুবদল
চারশ কোটি টাকার কারেন্ট ও দুয়ারি জাল জব্দ করেছে কোস্ট গার্ড
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে 
উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে এ বছরেই দেখা করতে চান ট্রাম্প
‘আজকের কণ্ঠ’ নামের একটি পেজ গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট
জালিয়াতির অভিযোগে ফেডারেল গভর্নর কুককে অপসারণের নির্দেশ ট্রাম্পের
খুবিতে গলদা চিংড়ি উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা 
রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
১০