জলবায়ু সচেতনতায় বাগেরহাট ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১৩:১৪
ছবি : বাসস

বাগেরহাট, ৮ জুন ২০২৫ (বাসস): বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে প্রায় ২শটি গাছের চারা রোপণ করেছে বাগেরহাট জেলা ছাত্রদল।

বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ বিপর্যয়ের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। এ প্রেক্ষাপটে কেন্দ্রীয় ছাত্রদলের ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার জেলা ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করে।

কর্মসূচির আওতায় বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠ এবং বাসস্ট্যান্ড এলাকার মাঝের আইল্যান্ডে এসব গাছ রোপণ করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা শামীম মুন্সি, জসিম মিয়া, আজিজুল শেখ, লিয়ন আল স্বাদ, রুবেল, শিকদার কাজী তাসকিন, আলিফ শেখসহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’র কর্মী ফাহমিদা সুলতানা বলেন, জেলা ছাত্রদলের এই বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে 
উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে এ বছরেই দেখা করতে চান ট্রাম্প
‘আজকের কণ্ঠ’ নামের একটি পেজ গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট
জালিয়াতির অভিযোগে ফেডারেল গভর্নর কুককে অপসারণের নির্দেশ ট্রাম্পের
খুবিতে গলদা চিংড়ি উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা 
রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
শরীয়তপুর পৌর এলাকায় খাল পরিষ্কার কর্মসূচি শুরু
টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন টন চাল উদ্ধার 
খুলনায় ট্রাক চাপায় রিকশা চালক নিহত
বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ
১০