পটুয়াখালীতে জেলেদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট উপহার

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১৪:০৭
ছবি : বাসস

পটুয়াখালী, ৮ জুন ২০২৫ (বাসস): জেলার বাউফলে উপকূলীয় জেলেদের নিরাপত্তায় শতাধিক লাইফ জ্যাকেট উপহার দিয়েছেন জামায়াতে ইসলামির ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

রোববার সকাল ১০টায় বাউফলের উপকূলীয় অঞ্চল নিমদী লঞ্চঘাটে এসব লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জেলেরা ঝড়-তুফানের সঙ্গে লড়াই করে প্রতিনিয়ত মাছ ধরেন। তাদের জীবনের প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সেই চিন্তা থেকেই শতাধিক জেলেকে লাইফ জ্যাকেট উপহার দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, জেলেদের কষ্ট করে ধরা মাছ থেকে চাঁদা নেওয়া হয় বলে খবর পেয়েছি। তরমুজ ব্যবসায়ীদের কাছ থেকেও একটি গোষ্ঠী চাঁদাবাজি করছে। আমাদের কাঙ্ক্ষিত ও স্বপ্নের বাউফলে এসব থাকবে না। আগামীতে এটি আদর্শিক উপজেলা হবে।

শফিকুল ইসলাম বলেন, আগামীতে স্থানীয় ভোটকেন্দ্রগুলোতেও জেলেদের লাইফ জ্যাকেটের মতো করে নিরাপত্তা দেবে বাউফলবাসী। অতীতের মতো করে ভবিষ্যতেও সকল শ্রেণিপেশার মানুষের পাশে থাকবেন বলে ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেদোয়ান উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, নাজিরপুর ইউনিয়নের আমির রাসেল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাহমুদুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে মোটরসাইকেলে ট্রাকচাপায় ১ নারীর মৃত্যু
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ
পদ্মা সেতুতে চালু হলো স্বয়ংক্রিয় টোল পদ্ধতি
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
চট্টগ্রামে মোটরসাইকেলে ট্রাকচাপায় ১ নারীর মৃত্যু
প্রবীণ দিবস পালনে সিলেটে নানা কর্মসূচি
মাদ্রিদে ভুয়েল্টা কোর্সে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা হামলা করেছে
ইসরাইলি-আমেরিকান জোট ‘পশ্চিম প্রাচীরের পাথরের মতোই শক্তিশালী’: নেতানিয়াহু 
বিশ্বকে ‘দ্বৈত নীতিমালা পরিহারের’ আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর 
নতুন ইবোলা প্রাদুর্ভাবের বিরুদ্ধে ডিআর কঙ্গো টিকাদান শুরু করেছে
১০