পটুয়াখালীতে জেলেদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট উপহার

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১৪:০৭
ছবি : বাসস

পটুয়াখালী, ৮ জুন ২০২৫ (বাসস): জেলার বাউফলে উপকূলীয় জেলেদের নিরাপত্তায় শতাধিক লাইফ জ্যাকেট উপহার দিয়েছেন জামায়াতে ইসলামির ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

রোববার সকাল ১০টায় বাউফলের উপকূলীয় অঞ্চল নিমদী লঞ্চঘাটে এসব লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জেলেরা ঝড়-তুফানের সঙ্গে লড়াই করে প্রতিনিয়ত মাছ ধরেন। তাদের জীবনের প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সেই চিন্তা থেকেই শতাধিক জেলেকে লাইফ জ্যাকেট উপহার দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, জেলেদের কষ্ট করে ধরা মাছ থেকে চাঁদা নেওয়া হয় বলে খবর পেয়েছি। তরমুজ ব্যবসায়ীদের কাছ থেকেও একটি গোষ্ঠী চাঁদাবাজি করছে। আমাদের কাঙ্ক্ষিত ও স্বপ্নের বাউফলে এসব থাকবে না। আগামীতে এটি আদর্শিক উপজেলা হবে।

শফিকুল ইসলাম বলেন, আগামীতে স্থানীয় ভোটকেন্দ্রগুলোতেও জেলেদের লাইফ জ্যাকেটের মতো করে নিরাপত্তা দেবে বাউফলবাসী। অতীতের মতো করে ভবিষ্যতেও সকল শ্রেণিপেশার মানুষের পাশে থাকবেন বলে ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেদোয়ান উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, নাজিরপুর ইউনিয়নের আমির রাসেল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাহমুদুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে এনসিপির মতবিনিময় সভা
মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, জরিমানা
রাজশাহীতে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার
নির্বাচনী উৎসবে দেশ: ইসির শতভাগ প্রস্তুতি, নজর ভোটার আস্থায়
গাইবান্ধায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে
পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নেত্রকোণায় বিআরডিবি কর্মকর্তা নিহত
মহাকাশ অভিযানে সর্বকনিষ্ঠ নভোচারী ও  ইঁদুর পাঠাচ্ছে চীন
বাগেরহাটের বিভিন্ন উপজেলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যুক্তরাষ্ট্র ও চীনকে ‘অংশীদার ও বন্ধু’ হতে হবে: সি চিনপিং
১০