পটুয়াখালীতে জেলেদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট উপহার

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১৪:০৭
ছবি : বাসস

পটুয়াখালী, ৮ জুন ২০২৫ (বাসস): জেলার বাউফলে উপকূলীয় জেলেদের নিরাপত্তায় শতাধিক লাইফ জ্যাকেট উপহার দিয়েছেন জামায়াতে ইসলামির ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

রোববার সকাল ১০টায় বাউফলের উপকূলীয় অঞ্চল নিমদী লঞ্চঘাটে এসব লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জেলেরা ঝড়-তুফানের সঙ্গে লড়াই করে প্রতিনিয়ত মাছ ধরেন। তাদের জীবনের প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সেই চিন্তা থেকেই শতাধিক জেলেকে লাইফ জ্যাকেট উপহার দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, জেলেদের কষ্ট করে ধরা মাছ থেকে চাঁদা নেওয়া হয় বলে খবর পেয়েছি। তরমুজ ব্যবসায়ীদের কাছ থেকেও একটি গোষ্ঠী চাঁদাবাজি করছে। আমাদের কাঙ্ক্ষিত ও স্বপ্নের বাউফলে এসব থাকবে না। আগামীতে এটি আদর্শিক উপজেলা হবে।

শফিকুল ইসলাম বলেন, আগামীতে স্থানীয় ভোটকেন্দ্রগুলোতেও জেলেদের লাইফ জ্যাকেটের মতো করে নিরাপত্তা দেবে বাউফলবাসী। অতীতের মতো করে ভবিষ্যতেও সকল শ্রেণিপেশার মানুষের পাশে থাকবেন বলে ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেদোয়ান উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, নাজিরপুর ইউনিয়নের আমির রাসেল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাহমুদুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্দোলন স্থগিত হওয়ায় সারাদেশের টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে : মহাপরিচালক
চট্টগ্রাম বন্দরে তিন মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ১২ শতাংশের বেশি
নারীর কর্মসংস্থানে অন্তর্ভুক্তিমূলক অঙ্গীকার নিয়ে শেষ হলো হরাইজন ফেস্ট 
সিলেটে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি, লোকো মাস্টারসহ বরখাস্ত ২
সেলিম আল দীনের স্মৃতিস্মারক সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ চেয়ে ৫১ নাগরিকের বিবৃতি
পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা 
অক্সিজেন সামিটে সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরি ও শক্তিশালী সুশাসনের আহ্বান
নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সূচিতে পরিবর্তন
মেধাভিত্তিক সরকার গঠনে শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা চায় বিএনপি : তারেক রহমান 
১০