কুড়িগ্রামে ৬ হাজার দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১৪:৩৯ আপডেট: : ০৮ জুন ২০২৫, ১৬:২৯
ছবি : বাসস

কুড়িগ্রাম, ৮ জুন, ২০২৫ (বাসস): যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র উদ্যোগে কুড়িগ্রাম সদর, চিলমারী ও উলিপুর— উপজেলার প্রায় ৬ হাজার দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। কর্মসূচির আওতায় মোট ৭৮টি গরু কোরবানি করা হয়।

শনিবার থেকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় ২শ স্বেচ্ছাসেবী এই মাংস বিতরণ করেছেন বলে জানান সংগঠনের কর্মকর্তারা।

মাংস বিতরণের সময় উপস্থিত ছিলেন যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল্লাহ ও মো. মাসুদ হোসেন, নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ ও ফারুক আহমেদ এবং সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।

মাংস পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাতিয়া ইউনিয়নের বাসিন্দা মোছা. সুফিয়া বেগম। তিনি বলেন, ‘কত দিন গরুর মাংস খাইনা জানি না, গরুর গোশতের স্বাদ ভুলে গেছি! আজ গরুর গোশত পেয়ে খুব খুশি হয়েছি! পরিবারের সবাইকে নিয়ে শান্তি করি খাব।’

যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ হোসেন বলেন, গতকাল (শনিবার) ও আজ আমরা তিনটি উপজেলায় ৭৮টি গরু কোরবানি করেছি। যাদের মাংস কেনার সামর্থ্য নেই, তাদের মাঝেই এই মাংস বিতরণ করা হয়েছে। এ কাজে সহায়তার জন্য স্বেচ্ছাসেবক এবং তিন উপজেলার প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, এটি একটি প্রশংসনীয় ক্ষুদ্র উদ্যোগ। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাকাত ফাউন্ডেশন অব আমেরিকাকে ধন্যবাদ জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে এনসিপির মতবিনিময় সভা
মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, জরিমানা
রাজশাহীতে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার
নির্বাচনী উৎসবে দেশ: ইসির শতভাগ প্রস্তুতি, নজর ভোটার আস্থায়
গাইবান্ধায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে
পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নেত্রকোণায় বিআরডিবি কর্মকর্তা নিহত
মহাকাশ অভিযানে সর্বকনিষ্ঠ নভোচারী ও  ইঁদুর পাঠাচ্ছে চীন
বাগেরহাটের বিভিন্ন উপজেলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যুক্তরাষ্ট্র ও চীনকে ‘অংশীদার ও বন্ধু’ হতে হবে: সি চিনপিং
১০