কুড়িগ্রামে ৬ হাজার দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১৪:৩৯ আপডেট: : ০৮ জুন ২০২৫, ১৬:২৯
ছবি : বাসস

কুড়িগ্রাম, ৮ জুন, ২০২৫ (বাসস): যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র উদ্যোগে কুড়িগ্রাম সদর, চিলমারী ও উলিপুর— উপজেলার প্রায় ৬ হাজার দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। কর্মসূচির আওতায় মোট ৭৮টি গরু কোরবানি করা হয়।

শনিবার থেকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় ২শ স্বেচ্ছাসেবী এই মাংস বিতরণ করেছেন বলে জানান সংগঠনের কর্মকর্তারা।

মাংস বিতরণের সময় উপস্থিত ছিলেন যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল্লাহ ও মো. মাসুদ হোসেন, নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ ও ফারুক আহমেদ এবং সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।

মাংস পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাতিয়া ইউনিয়নের বাসিন্দা মোছা. সুফিয়া বেগম। তিনি বলেন, ‘কত দিন গরুর মাংস খাইনা জানি না, গরুর গোশতের স্বাদ ভুলে গেছি! আজ গরুর গোশত পেয়ে খুব খুশি হয়েছি! পরিবারের সবাইকে নিয়ে শান্তি করি খাব।’

যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ হোসেন বলেন, গতকাল (শনিবার) ও আজ আমরা তিনটি উপজেলায় ৭৮টি গরু কোরবানি করেছি। যাদের মাংস কেনার সামর্থ্য নেই, তাদের মাঝেই এই মাংস বিতরণ করা হয়েছে। এ কাজে সহায়তার জন্য স্বেচ্ছাসেবক এবং তিন উপজেলার প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, এটি একটি প্রশংসনীয় ক্ষুদ্র উদ্যোগ। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাকাত ফাউন্ডেশন অব আমেরিকাকে ধন্যবাদ জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্দোলন স্থগিত হওয়ায় সারাদেশের টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে : মহাপরিচালক
চট্টগ্রাম বন্দরে তিন মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ১২ শতাংশের বেশি
নারীর কর্মসংস্থানে অন্তর্ভুক্তিমূলক অঙ্গীকার নিয়ে শেষ হলো হরাইজন ফেস্ট 
সিলেটে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি, লোকো মাস্টারসহ বরখাস্ত ২
সেলিম আল দীনের স্মৃতিস্মারক সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ চেয়ে ৫১ নাগরিকের বিবৃতি
পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা 
অক্সিজেন সামিটে সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরি ও শক্তিশালী সুশাসনের আহ্বান
নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সূচিতে পরিবর্তন
মেধাভিত্তিক সরকার গঠনে শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা চায় বিএনপি : তারেক রহমান 
১০