কুড়িগ্রামে ৬ হাজার দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১৪:৩৯ আপডেট: : ০৮ জুন ২০২৫, ১৬:২৯
ছবি : বাসস

কুড়িগ্রাম, ৮ জুন, ২০২৫ (বাসস): যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র উদ্যোগে কুড়িগ্রাম সদর, চিলমারী ও উলিপুর— উপজেলার প্রায় ৬ হাজার দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। কর্মসূচির আওতায় মোট ৭৮টি গরু কোরবানি করা হয়।

শনিবার থেকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় ২শ স্বেচ্ছাসেবী এই মাংস বিতরণ করেছেন বলে জানান সংগঠনের কর্মকর্তারা।

মাংস বিতরণের সময় উপস্থিত ছিলেন যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল্লাহ ও মো. মাসুদ হোসেন, নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ ও ফারুক আহমেদ এবং সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।

মাংস পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাতিয়া ইউনিয়নের বাসিন্দা মোছা. সুফিয়া বেগম। তিনি বলেন, ‘কত দিন গরুর মাংস খাইনা জানি না, গরুর গোশতের স্বাদ ভুলে গেছি! আজ গরুর গোশত পেয়ে খুব খুশি হয়েছি! পরিবারের সবাইকে নিয়ে শান্তি করি খাব।’

যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ হোসেন বলেন, গতকাল (শনিবার) ও আজ আমরা তিনটি উপজেলায় ৭৮টি গরু কোরবানি করেছি। যাদের মাংস কেনার সামর্থ্য নেই, তাদের মাঝেই এই মাংস বিতরণ করা হয়েছে। এ কাজে সহায়তার জন্য স্বেচ্ছাসেবক এবং তিন উপজেলার প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, এটি একটি প্রশংসনীয় ক্ষুদ্র উদ্যোগ। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাকাত ফাউন্ডেশন অব আমেরিকাকে ধন্যবাদ জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরের বিশাপাড়া গ্রাম এখন ‘দুগ্ধ ভিলেজ’ 
পাকা ঘর পাচ্ছেন ফুটবলার সোনালী 
রাজধানীর উত্তরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ার দৌলতপুরে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নে বন্যার্ত মানুষের পাশে যুবদল
চারশ কোটি টাকার কারেন্ট ও দুয়ারি জাল জব্দ করেছে কোস্ট গার্ড
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে 
উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে এ বছরেই দেখা করতে চান ট্রাম্প
‘আজকের কণ্ঠ’ নামের একটি পেজ গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট
জালিয়াতির অভিযোগে ফেডারেল গভর্নর কুককে অপসারণের নির্দেশ ট্রাম্পের
খুবিতে গলদা চিংড়ি উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা 
১০