শত বর্ষে নাটোরের গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১৮:০৩
ছবি: বাসস

নাটোর, ৮ জুন, ২০২৫ (বাসস): নাটোরের বড়াইগ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব আজ। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন  করে। 

সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক এবং  শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে  সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং বর্তমান শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিদ্যালয়ের তিন শিক্ষককে মরণোত্তর সংবর্ধনা  দেওয়া হয়।

দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। 

তিনি বলেন, গ্রামীণ জনপদে একটি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষে উপনীত হওয়া অনেক গৌরবের। শত বছর ধরে বিদ্যালয়টিতে হাজারো শিক্ষার্থীর পড়াশুনায় হাতেখড়ি হয়েছে। অসাধারণ ভূমিকার মাধ্যমে গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এ এলাকার বাতিঘরে পরিণত হয়েছে। আর শিক্ষার্থীরা আলোর মশাল হয়ে সারাদেশে মানুষ ও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আখতার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ রাজু, মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাহেদ আলী এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন। 

আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ করা হয়। শতবর্ষ উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক মোক্তাদির আহমেদ রাসেল অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠান উপলক্ষে সুদৃশ্য স্যুভেনির প্রকাশ করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে এনসিপির মতবিনিময় সভা
মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, জরিমানা
রাজশাহীতে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার
নির্বাচনী উৎসবে দেশ: ইসির শতভাগ প্রস্তুতি, নজর ভোটার আস্থায়
গাইবান্ধায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে
পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নেত্রকোণায় বিআরডিবি কর্মকর্তা নিহত
মহাকাশ অভিযানে সর্বকনিষ্ঠ নভোচারী ও  ইঁদুর পাঠাচ্ছে চীন
বাগেরহাটের বিভিন্ন উপজেলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যুক্তরাষ্ট্র ও চীনকে ‘অংশীদার ও বন্ধু’ হতে হবে: সি চিনপিং
১০