শেরপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৫:৪৬
ছবি : বাসস

শেরপুর, ১৫ জুন, ২০২৫ (বাসস) : জেলায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছে।
আজ দুপুর ১২ টায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া একই গ্রামের মো. ছফর উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, মজনু মিয়া মোটরসাইকেল যোগে জেলা শহর থেকে বিদ্যুৎ বিল দিয়ে নিজ বাড়ি ভাতশালার হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়। নিজ গ্রাম হাওড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা শাম্মী ডিলাক্স নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মজনু মিয়া মারা যায়। 

ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক শাম্মী ডিলাক্স বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য শেরপুর ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ।

এবিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল করিম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচল করছে।  আবেদনের ভিত্তিতে নিহতের লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
১০