শেরপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৫:৪৬
ছবি : বাসস

শেরপুর, ১৫ জুন, ২০২৫ (বাসস) : জেলায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছে।
আজ দুপুর ১২ টায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া একই গ্রামের মো. ছফর উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, মজনু মিয়া মোটরসাইকেল যোগে জেলা শহর থেকে বিদ্যুৎ বিল দিয়ে নিজ বাড়ি ভাতশালার হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়। নিজ গ্রাম হাওড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা শাম্মী ডিলাক্স নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মজনু মিয়া মারা যায়। 

ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক শাম্মী ডিলাক্স বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য শেরপুর ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ।

এবিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল করিম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচল করছে।  আবেদনের ভিত্তিতে নিহতের লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে অস্ত্র বহন শুরু করেছে ন্যাশনাল গার্ড সৈন্যরা
রংপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা
সংসদীয় সীমানা : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে ইসি
সুনামগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা
ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ৪২ 
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 
১০