লক্ষ্মীপুরে বিএনপি নেতা হত্যা মামলায় গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৬:০০

লক্ষ্মীপুর, ১৫ জুন, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুরে কমলনগর উপজেলায় স্থানীয় বিএনপি নেতা নুরুল আমিন হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার রুহুল আমিনের ছেলে মাকছুদ (২৪) ও একই এলাকার মনিরের ছেলে আলমগীর (২৩)। পরে গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়। 

র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ড স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নিহত নুরুল আমিন কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ৭ এপ্রিল রাতে পূর্ববিরোধের জেরে মাকছুদ ও আলমগীর  নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নুরুল আমিনের ছেলে বজলুর রহমান ভুলুকে মারধর করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে তার বাবা নুরুল আমিন বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিএনপি নেতা নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বজলুর রহমান বাদী হয়ে ১০ এপ্রিল কমলনগর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে আরও ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিদের ধরতে অভিযান শুরু করে র‌্যাব। 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন ঘোষবাদ এলাকা অভিযান চালিয়ে পলাতক আসামি মাকছুদকে ও কোম্পানীগঞ্জ থানাধীন বসুরহাট পৌরসভার সামনে থেকে আলমগীরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনকে কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
১০