চট্টগ্রামে এক দিনে ৯ জনের শরীরে করোনা শনাক্ত

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৫:৫৯

চট্টগ্রাম, ১৫ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মোট ১৫০টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। 
আক্রান্তদের মধ্যে ৮ জন মহানগরের ও ১ জন পটিয়া উপজেলার বাসিন্দা। তবে এ সময়ে করোনায় কেউ মারা যাননি।

রোববার (১৫ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ও পরীক্ষাগারে নমুনাগুলো পরীক্ষা করা হয়। এরমধ্যে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ২৪টি নমুনা পরীক্ষা করে ১ জন, এপিক হেলথ কেয়ারে ৪৯টি নমুনা পরীক্ষা করে ৪ জন, পার্কভিউ হাসপাতালে ৫৯টি নমুনা পরীক্ষা করে ২ জন ও এভারকেয়ার হাসপাতালে ১৮টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শনাক্তের হার তুলনামূলকভাবে কম থাকলেও জনসাধারণকে সতর্ক থাকতে হবে। 

স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
১০