নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় এক কিশোরী নিহত

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৭:০১

নরসিংদী, ১৫ জুন, ২০২৫ (বাসস) : জেলার  সদর উপজেলার মাদবদী থানার পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তৃষা আক্তার (১৩) নামে এক কিশোরী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১২ জন।

আজ রোববার দুপুরে ওই সড়কের চাকশাল মোড়ে  এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার উপপরিদর্শক জুয়েল রানা ।

নিহত তৃষা আক্তার জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে। 

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে আজ দুপুর ১২টার দিকে পাঁচদোনার চাকশাল মোড়ে পৌঁছালে বিপরীতে দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের পর অপর একটি মাইক্রোবাসের সঙ্গে  মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশা ও মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

এতে অটোরিকশায় থাকা তৃষা নামের কিশোরী ঘটনাস্থলেই মারা যায়। এসময় অটোরিকশা ও মাইক্রোবাসের ১০ থেকে ১২ জন জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা ও সদর হাসপাতাল ও ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।

উপপরিদর্শক জুয়েল রানা বলেন, বাস, মাইক্রোবাসের ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই  কিশোরীর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। 

চালক পালিয়ে গেছে।  এ ঘটনায় পরবর্তী আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোনায় ধনু নদে স্পিডবোট ডুবির ঘটনায় চার জনের মৃতদেহ উদ্ধার
নড়াইলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
চার্লি কার্ক হত্যায় অভিযুক্ত কে এই টাইলার রবিনসন?
সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে চুক্তিতে পৌঁছেছে লিবিয়া সরকার
উদ্যোক্তা হওয়ার সুযোগ থাকবে এমন আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা
কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভারতের ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
খাগড়াছড়িতে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সমাবেশ
ইউক্রেনে ড্রোন হামলার প্রেক্ষিতে যুদ্ধবিমান মোতায়েন করল রোমানিয়া ও পোল্যান্ড
প্রেস সচিব শফিকুল আলমের নামে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
১০