ড্রোন নির্মাতা আশিরকে দেখতে বাঁশখালী যাচ্ছেন রিজভী

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৭:২৬
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৫ জুন, ২০২৫ (বাসস): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় বাঁশখালীতে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে একটি প্রতিনিধি দল।

আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় পশ্চিম পুইছড়ি ২ নম্বর ওয়ার্ড ইজ্জতিয়া স্কুলের সামনে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, সংগঠনের উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্যবৃন্দ এবং দলের স্থানীয় নেতা-কর্মীরা।

আশির উদ্দিনের বাড়ি বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নে। সরকারি পলিটেকনিক কলেজ থেকে তিনি ডিপ্লোমা পাস করেন। গ্রামে তার ‘এয়ারক্রাফট মেনটেইন্যান্স ল্যাব’ নামের ১৫ বর্গফুট আয়তনের একটি ল্যাব আছে।

২০১৬ সাল থেকে শুরু করে বিমানের প্রায় ৬ শতাধিক মডেল তৈরি করেছিলেন তরুণ আশির। এজন্য সামরিক বাহিনী তাকে সংবর্ধনা ও সম্মানি দেয়। তিনি এরই মধ্যে বানিয়েছেন বিভিন্ন মডেলের ১০টি ড্রোন।  ১০ কেজি ওজনের একটি ড্রোনের দাম মানভেদে ৩ থেকে ৪ লাখ টাকা। সর্বোচ্চ ২০ কেজি ওজনের ড্রোন ৬ লাখ টাকায় বিক্রি করেন। একটি ড্রোন তৈরিতে ৬ জনের টিমের ১০ থেকে ১৫ দিন সময় লাগে বলে জানান আশির উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোনায় ধনু নদে স্পিডবোট ডুবির ঘটনায় চার জনের মৃতদেহ উদ্ধার
নড়াইলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
চার্লি কার্ক হত্যায় অভিযুক্ত কে এই টাইলার রবিনসন?
সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে চুক্তিতে পৌঁছেছে লিবিয়া সরকার
উদ্যোক্তা হওয়ার সুযোগ থাকবে এমন আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা
কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভারতের ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
খাগড়াছড়িতে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সমাবেশ
ইউক্রেনে ড্রোন হামলার প্রেক্ষিতে যুদ্ধবিমান মোতায়েন করল রোমানিয়া ও পোল্যান্ড
প্রেস সচিব শফিকুল আলমের নামে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
১০