সুনামগঞ্জে গ্রাম আদালত বিষয়ে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৮:১৮
ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৫ জুন ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুর পৌঁনে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, ইউএনডিপি এবং ইউরোপিয় ইউনিয়নের সহযোগিতায় এবং জেলায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ, জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র রায়, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল রায়, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক একে আজাদ ভুইঁয়া, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ।

সভায় জানানো হয়, গ্রাম আদালত প্রচারণার জন্য প্রতিটি ইউনিয়নে ভিডিও প্রদর্শন করা হয়েছে এবং গ্রাম আদালত বিষয়ক উপজেলা রিসোর্স টীমের প্রশিক্ষণ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের প্রশিক্ষণ, ইউপি সদস্যগণের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এছাড়াও গ্রাম আদালত প্রচারণা ক্যাম্পেইন, লিফলেট বিতরণ ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রমে গ্রাম বিষয়ে প্রচারণা চলমান রয়েছে।

সভায় আরও জানানো হয়, গ্রাম আদালতের মাধ্যমে জেলার ৮৮টি ইউনিয়নে গত মার্চ- মে ২০২৫ তিনমাসে মোট ২৬৭টি মামলা গ্রহণ এবং ২৩৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধীরে ধীরে গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই সকল দপ্তরের মাধ্যমে চলমান কার্যক্রমে গ্রাম আদালত প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে আগামীতে উচ্চ আদালতে মামলার জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০