গোপালগঞ্জে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ 

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৯:৩৭
ছবি : বাসস

গোপালগঞ্জ, ১৫ জুন ২০২৫ (বাসস): জেলার কোটালীপাড়া উপজেলায় আজ অভিযান চালিয়ে সরকারি জমি থেকে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

আজ রোববার সকালে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, মহুয়ামোড় ও আরডিও এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি ও প্রবীর কুমার বিশ্বাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী জানান, দীর্ঘদিন যাবৎ কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, মহুয়া মোড়, আরডিও এলাকায় জেলা পরিষদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে দখলে রেখেছিলেন। ১৪দিন দিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা অবৈধ স্থাপনা না সরানোয় আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। 

এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস প্রমুখ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
১০