গোপালগঞ্জে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ 

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৯:৩৭
ছবি : বাসস

গোপালগঞ্জ, ১৫ জুন ২০২৫ (বাসস): জেলার কোটালীপাড়া উপজেলায় আজ অভিযান চালিয়ে সরকারি জমি থেকে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

আজ রোববার সকালে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, মহুয়ামোড় ও আরডিও এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি ও প্রবীর কুমার বিশ্বাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী জানান, দীর্ঘদিন যাবৎ কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, মহুয়া মোড়, আরডিও এলাকায় জেলা পরিষদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে দখলে রেখেছিলেন। ১৪দিন দিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা অবৈধ স্থাপনা না সরানোয় আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। 

এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস প্রমুখ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
১০