সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ২০:০২
ছবি : বাসস

সাতক্ষীরা, ১৫ জুন ২০২৫ (বাসস): জেলায় আজ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন মালামাল এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

আজ রোববার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তল্ইুগাছা, বৈকারী, ভোমরা, কুশখালী, হিজলদী, মাদরা ও কাকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপি’র পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল চারাবাড়ি ও নটিজঙ্গল নামক সীমান্ত থেকে ভারতীয় ওষুধ, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল কুশখালী বেড়িবাধ নামক স্থান হতে ভারতীয় শাড়ী, বৈকারী বিওপি’র বিশেষ আভিযানিক দল বৈকারী মাঝপাড়া এবং ভোমরা বিওপি’র বিশেষ আভিযানিক দল লক্ষীদাড়ি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। 

এছাড়া, কলারোয়া উপজেলার হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল ফুলবাগান নামক স্থান হতে ও কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল রাজাপুর নামক স্থান হতে ১০০ পিস ভারতীয় নেশাজাতীয় সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক প্রায় সাতলাখ ৮৫ হাজার টাকা। 

বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফল প্রকাশ 
মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া: বরকতউল্লাহ বুলু
নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 
১০