সিলেটে ২ জনের শরীরে করোনা শনাক্ত, আইসিইউতে ১

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ২১:৪৯

সিলেট, ১৫ জুন, ২০২৫ (বাসস): নতুন করে দুইজনের শরীরের করোনা ধরা পড়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে একজন। দুইজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, একজনের অবস্থা গুরুতর হওয়াতে তাকে রাখা হয়েছে আইসিইউতে। 

সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বিকেল পর্যন্ত আক্রান্ত দুইজনই সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে দুইজনই পুরুষ। একজনের বয়স ৮০ বছরের বেশি। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।

এর আগে, সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হলে শনিবার তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয় ও অন্যজন আজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই ব্যাপারে সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেটে একজনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এর আগে শনিবার এক বৃদ্ধলোক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য কর্মকর্তা বলেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে। সচেতনতাই আমাদের সুরক্ষা নিশ্চিত করবে।

এর আগে ২০২০ সালের ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. মঈন উদ্দিন নামের এক চিকিৎসকের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৫,৫৫৮ টি মামলা নিষ্পত্তি করেছে
রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে বছরজুড়ে চর্চার আহ্বান জামায়াতের
১০