চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ২৩:৩৯
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ, ১৫ জুন, ২০২৫ (বাসস): চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে সেলিনা খাতুন (১৯) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। 

আজ রোববার সন্ধ্যায় জেলা শহরের বিদিরপুর ভোলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণী শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের সেলিম রেজার মেয়ে। সে নবাবগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সেলিনা খাতুন রেললাইনের পাশের রাস্তায় মোবাইলে কথা বলছিল। এরপর হঠাৎ করেই রহনপুরগামী লোকাল ট্রেনের সামনে শুয়ে পড়েন। এসময় তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। 

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ ট্রেন চালকের বরাত দিয়ে জানান, রেললাইনের পাশে ফোনে কথা বলছিল ওই তরুণী। হঠাৎ রেললাইনে শুয়ে পড়ে। এসময় ট্রেন চালক কয়েকবার হর্ন দিলেও সে সরেনি। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে।

রেলওয়ে পুলিশের চাঁপাইনবাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আশিষ সরকার জানান, মেয়েটির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে গতকাল তার মায়ের সাথে মনোমালিন্য হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। 

ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
১০