চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ২৩:৩৯
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ, ১৫ জুন, ২০২৫ (বাসস): চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে সেলিনা খাতুন (১৯) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। 

আজ রোববার সন্ধ্যায় জেলা শহরের বিদিরপুর ভোলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণী শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের সেলিম রেজার মেয়ে। সে নবাবগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সেলিনা খাতুন রেললাইনের পাশের রাস্তায় মোবাইলে কথা বলছিল। এরপর হঠাৎ করেই রহনপুরগামী লোকাল ট্রেনের সামনে শুয়ে পড়েন। এসময় তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। 

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ ট্রেন চালকের বরাত দিয়ে জানান, রেললাইনের পাশে ফোনে কথা বলছিল ওই তরুণী। হঠাৎ রেললাইনে শুয়ে পড়ে। এসময় ট্রেন চালক কয়েকবার হর্ন দিলেও সে সরেনি। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে।

রেলওয়ে পুলিশের চাঁপাইনবাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আশিষ সরকার জানান, মেয়েটির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে গতকাল তার মায়ের সাথে মনোমালিন্য হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। 

ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফল প্রকাশ 
মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া: বরকতউল্লাহ বুলু
নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 
১০